
হঠাৎ প্রশ্ন, তুমি আমায় ভুলে যাবে?
:হ্যাঁ, ভুলে যাব।
আবার প্রশ্ন, তুমি কি অন্যজন পেলে?
:না, পেয়ে যাব।
নাদুসনুদুস গালে রাগের মাত্রা ঝেঁকে বসে
একনাগাড়ে বলতে থাকে
:তুই তুই হারামি হারামি কুত্তা সবাই জানে।
আচমকা একটা কান্না সুরে ওপাশ কাঁপে
:ধুর পাগলী আয় না বুকে,দ্যাখবি এবার
তোর অশ্রু জলে ভিজে যাওয়া মনের তাপ
তোর বুক চাদরে নকশী আঁকা তিলক ছাপ।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আচমকা একটা কান্না সুরে ওপাশ কাঁপে
:ধুর পাগলী আয় না বুকে,দ্যাখবি এবার
তোর অশ্রু জলে ভিজে যাওয়া মনের তাপ
তোর বুক চাদরে নকশী আঁকা তিলক ছাপ।
ওয়াও দারুণ লিখেছেন ভাই👏👏👏
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু 💕
জিসান শা ইকরাম
যাক মিলে মিশে থাকাই ভালো, খুনসুটি যতই হোক।
ভাল লেগেছে কবিতা।
নাজমুল হুদা
হা হা হা, ভাইয়া এখানে কবির মিলেমিশে থাকার কিছু নাই।
ভাবনারা মিলেমিশে থাকুক খুনসুটিতেই ভালোবাসুক।
ফয়জুল মহী
খুনসুটির ভিতর যে গভীর ভালোবাসা লুকোনো থাকে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
খুনসুটির কারন কি?
মিলেমিশে থাকলে পারলে
ভাবনা কি ?
ভাল হলো। শুভ কামনা।
নাজমুল হুদা
খুনসুটিতে ঠুনকো কারণ
শেষে পরস্পরের বিচরণ।
ধন্যবাদ দাদা 💕
মনির হোসেন মমি
খুনসুটি না থাকলে মান অভিমান আসেনা আর প্রেমে মান অভিমান না থাকলে প্রেম জমে না।শেষ বাক্যগুলো অভিমানী প্রেম।
নাজমুল হুদা
খুনসুটিতে যাচাই-বাছাই
ধন্যবাদ ভাইয়া 💞
তৌহিদ
এত খুনসুটির পর মিলেমিশে থাকতে পারাটাই প্রকৃত ভালোবাসা। যা অল্পকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে লেখায়।
ধন্যবাদ আপনার প্রাপ্য নাজমুল।
নিতাই বাবু
নিজের সংসারেও এমনটা হয়ে থাকে দাদা। একসময় এমন জেদ হয়! আবার থেমে বুকে টেনে নেই। ভালো লিখেছেন শ্রদ্ধেয় দাদা। শুভকামনা থাকলো।
মোঃ মজিবর রহমান
খুনসুটি আনন্দের খুনসুটি কথাকাটাকাটী, খুন সুটি আলাপের মাঝে কথার মালা। দারুন লাগল ভাই।