
ঘৃণা দিয়ে কখনো হত্যা করা যায় না
আগুন নেবাতে যেমন পানির প্রয়োজন হয়,
ঘৃণা কে জয় করতে তেমনি ভালোবাসার…
🌹প্রয়োজন হয়🌹
রক্তমাখা রাজনীতি, করিস না আর র্দূনীতি
গরিব দুঃখী বাঁচতে চাই
সমাজের মুক্তি চাই!
না খেয়ে থাকব মোরা
যদি একটু শান্তি পাই।
কে মরে কে বাঁচে
ওদের কি যায় আসে
ওরা তো সুখেই আছে
শুধু নিরঅপরাধ মানুষ গুুলো মরে যায়।
বাঁচল কারা মন্ত্রী যারা
মরল ওরা গরীব যারা
কেনো এমন নীয়ম নীতি
বন্ধ করনা এইবার তরা।
তুমিও বাঁচ আমরাও বাঁচি
মিলে মিশে দেশটা গড়ি
ধর্ম যাই হোক শরীর এক
মুনিষত্ব বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখ।
(ধর্ম যার যার দেশটা সবার)
২/৭/২০১৬.
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ বিষয় বস্তুর নিখুঁত লেখনী ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে, দাদা ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
তুমি ও বাঁচো আমরাও বাঁচি, মিলেমিশে দেশটা গড়ি। খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ প্রতিবাদি সুরঝংকার কবি দা
অনেক শুভেচ্ছা রইল————
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
রক্তমাখা রাজনীতি, করিস না আর র্দূনীতি
গরিব দুঃখী বাঁচতে চাই
সমাজের মুক্তি চাই!
না খেয়ে থাকব মোরা
যদি একটু শান্তি পাই।
.
আমরা শান্তি চাই।
ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা — তুমিও বাঁচ আমরাও বাঁচি
মিলে মিশে দেশটা গড়ি
ধর্ম যাই হোক শরীর এক
মুনিষত্ব বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখ। — শুভ কামনা ।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
খেটেখাওয়া মানুষ সমাজপতিদের হাতের পুতুল। এ সমাজ ব্যবস্থার পরিবর্তন হওয়া জরুরি।
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, পরিবর্তন হওয়া জরুরি,
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ওভালোবাসা
ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে।
ব্লগে কম দেখি আপনাকে দাদা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ওভালোবাসা।
দাদা কাজের ব্যস্ততায় সব সময় আসতে পারিনি,
জানেনই তো প্রবাসী, আরাম আয়েস সব মাটি।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা দাদা 🌹🌹
আরজু মুক্তা
আপনার শেষের লাইনটা সবাই যদি বুঝতো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি কৃতজ্ঞতা ও ভালোবাসা ভালো থাকবেনা সবসময় শুভ কামনা।
হালিম নজরুল
দেশের প্রতিটি মানুষ সমান সুযোগ নিয়ে সুন্দর জীবন গড়ে তুলুক।