
কতোটা পাষণ্ড হলে,
নিষ্পাপ অবুঝ ঘুমন্ত ঔরসজাত শিশুটিকে-
কেউ করতে পারে রক্তাক্ত ক্ষত বিক্ষত?
কতোটা কষাই হলে,
আপন হাতে লালিত নিজ সন্তানকে-
কেউ করতে পারে জবাই?
কতোটা মস্তিষ্ক বিকৃতি হলে-
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আদরের মানিককে
কেউ করতে পারে নৃশংস হত্যা?
যে হাত অভুক্ত ক্রন্দনরত-
শিশুটির মুখে খাবার তুলে দিতো,
সেই হাত কি করে এমন নির্বিচারে-
শিশুটির বুকে ছুরি বসিয়ে দিলো?
যে ছায়ায় বেড়ে ওঠার কথা ছিল
তারই নিকষ কালো ছায়ায় অতলে তলিয়ে গেলো তুহিন
কেনো কেনো কেনো এতো নৃশংসতা ?
১৮টি মন্তব্য
নৃ মাসুদ রানা
নৃশংসতা দিন দিন বেড়েই চলছে।
সুরাইয়া পারভিন
হুম ঠিক বলেছেন
ধন্যবাদ অশেষ
ছাইরাছ হেলাল
কঠিন এ প্রশ্নের জবাব আমাদের জানা নেই।
হচ্ছে এমন-ই।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
আপু যখন পেপার পত্রিকায় দেখি এরকম নৃশংসতা তখন বাকরুদ্ধ হয়ে যাই। কি করে একজনকে খুন করতে পারে!! কি করে একটি ছোট্ট অবুঝ শিশুকে মেরে ফেলে রেখে যেতে পারে!!!
আপনার লেখা পড়ে আপ্লুত হলাম।
সুরাইয়া পারভিন
তাও কিনা জন্মদাতা পিতা
সত্যিই বাকরুদ্ধ আজ আমরা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নিতাই বাবু
পাঁচ বছরের শিশু তুহিনকে ঘুমন্ত অবস্থায় কোলে করে ঘরের বাইরে নিয়ে আসেন বাবা। আর বাবার কোলেই ঘুমন্ত অবস্থায় শিশু তুহিনকে ছুরি দিয়ে গলাকেটে খুন করেন চাচা নাসির উদ্দিন।
তুহিনের হত্যাকারী তার বাবা, চাচা এবং চাচাতো ভাই এই প্রথম কোনো হত্যা মামলার আসামি হননি; তিনি আরও একটি হত্যা মামলার পাশাপাশি আরও দুটি মামলার আসামি বলে সংবাদ সম্মেলনে জানান এএসপি মিজানুর রহমান।
সুরাইয়া পারভিন
ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই
আন্তরিক ধন্যবাদ জানবেন
আকবর হোসেন রবিন
আমি একটা নিউজ পোর্টালে দু’মাস সাব-ইডিটরের ভূমিকায় কাজ করেছি। পরে বিরক্ত হয়ে ছেড়ে দিছি। দিনে পনেরটা নিউজ করলে তার মধ্যে আট-দশটা থাকে মারামারি খুন, ধর্ষণ, ছিনতাই………
আমি সাংবাদিকতার ছাত্র হয়েও ভাবি মানুষ কেন যে টাকা দিয়ে পত্রিকা কিনে পড়ে! মনেহচ্ছে টাকা দিয়ে অশান্তি কিনতেছে।
সুরাইয়া পারভিন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আমি পত্রিকা পড়ি না টিভি দেখি না
তবুও এই নৃশংস খবর গুলো শুনতে পাই, দেখতে পাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
আপু, খবরটি পড়ে আমি নিজে অসুস্থ হয়ে পরেছি,
আমার ছেলেদের কথা ভেবেছি,
কিভাবে পারে এমন করতে এক পিতা!
এতটা নিষ্ঠুর কিভাবে হয়!
নিয়মিত লেখুন আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সৃষ্টির সেরা জীব ভাবতেই লজ্জা করে
চাটিগাঁ থেকে বাহার
মাঝে মাঝে নিজেকে জ্বলন্ত কড়াইয়ে ফুড়ন্ত খইয়ের মতো ছটফট ছটফট করতে দেখি। এসব নৃশংসতার কারণে।
সুরাইয়া পারভিন
তখন বলতে ইচ্ছে করে ধ্বংস হয়ে যাক পৃথিবী
সাবিনা ইয়াসমিন
এই নিউজগুলো যখন দেখি, তখন কিছু লেখা বা কমেন্ট করারমতো মানসিক স্থিতি হারিয়ে ফেলি। নিউজ লিংকে ঢুকলেই প্রতিদিন, প্রতি ঘন্টায় কোনো না কোনো পৈচাশিক ঘটনা পড়তে হয়। তখন মনে হয় আমরা কোন স্তরের মানুষ, আর এরা কোন স্তরের। যেখানে আমরা এমন নিউজ পড়ার শক্তি পাইনা, সেখানে তারা এগুলো ঘটিয়ে বেড়ায়!
সুরাইয়া পারভিন
ঠিক বলেছেন আপু,,, কেমনে পারে ওরা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
আরজু মুক্তা
এখানে কি মন্তব্য করবো?
কারণ কি কেউ জানেন?
সুরাইয়া পারভিন
এমন নৃশংসতা আর কিইবা মন্তব্য করা যায়
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু