ছেলেটি তার প্রেমিকার আহবানে সারা দিয়ে, মুখের চুইংগাম ছুড়ে ফেলে ঠোঁট ডুবিয়ে দেয় প্রেমিকার ঠোঁটে।
– ছুড়ে ফেলা চুইংগামের দলাটিকে সঙ্গীনির জন্য খাবার সংগ্রহে আসা রবিন পাখিটি ঠুকরে দেখে, তার সঙ্গীনি তাদের ভবিষ্যৎ বংশধর আনছে ডিমে তা দিয়ে।।
– প্রেমিকাটি চলে গেছে দিন দুই আগে, এক মিলিয়নিয়ার প্লেবয়ের ইয়টে চরে সমুদ্র বিহারে।
ভগ্নমনোরথ প্রেমিকের পায়ের কাছে পরে আছে একটি অনাহারে মৃত রবিন। তার ঠোঁটে আর পাখনায় জড়ানো চুইংগামের আঠা।
২৬টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো লিখেছেন।ভালো লেগেছে।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
কি বলবো, ভেবে যে পাচ্ছিনা।
বড়ো দু:সহ মেঘ-রোদ্দুরের গা মাখামাখি
নদীর জলে
ছটফট করে ভিনদেশী মেঘ
স্বদেশী জমিনে মাথা রাখতে।
আপনার লেখার সাথে যায়না। তবুও এখুনি মাথায় এলো, রেখে গেলাম।
আগুন রঙের শিমুল
সুরমা সহা না যায়ে …
জিস ন্যায়না মে পিয়া বাসে
….. লাগো পেয়ারো পরদেশ, হায়
নীলাঞ্জনা নীলা
“হায়গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো”——-
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@দু এক লাইনেই বুঝিয়ে দিলেন ভালবাসার টান।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই
মুহাম্মদ আরিফ হোসেইন
আমি কিছু বুঝি নাই।
আমার জন্য বাংলা পাঠ্য বইয়ের মতো মূলভাব আবশ্যক।
আগুন রঙের শিমুল
মুলভাব? আচ্ছা।
জীবন।
মোঃ মজিবর রহমান
এখানেই শেষ জিবনের পরিনতি!!!
আগুন রঙের শিমুল
🙂
জিসান শা ইকরাম
এভাবেই মরে পরে থাকে প্রেমিকরা, রবিন পাখিরা
তারপরেও বহমান জীবন থেমে থাকেনা, জীবনকে চালিয়ে নিতে হয়।
দুঃখ কষ্টের এন্টিবায়োটিক কবে যে আবিস্কৃত হবে?
আগুন রঙের শিমুল
দুঃখ কষ্টের এন্টিবায়োটিক আবিষ্কার হইলে জীবন পানসে হয়ে যাবেনা দাদা?
লীলাবতী
ছেলেটির মুখে বিষ ছিল? নাকি প্রেমিকার আহ্বানে? মৃত্যু ভালো না, জীবনের গান গাইতে হবে -{@
আগুন রঙের শিমুল
বিষ ছিল বিশ্বাসে
স্বপ্ন
অনেকদিন পরে আপনার লেখা পড়লাম ভাইয়া। এসবই জীবনের অংশ।
আগুন রঙের শিমুল
🙂 ধন্যবাদ
ব্লগার সজীব
প্রেমিকাটি চলে গেছে দিন দুই আগে, এক মিলিয়নিয়ার প্লেবয়ের ইয়টে চরে সমুদ্র বিহারে। (-3 এরা চলে যায় কেন ভাইয়া? 🙁
আগুন রঙের শিমুল
নিয়ম, প্রকৃতির নিয়ম 🙂
ইনজা
দারুণ লিখণ
ছলনাময়ীদের কারণে আর কত রবিন মরে পড়ে থাকবে তার ইয়ত্তা নেই।
শুভকামনা সুন্দর লেখার জন্য। 🙂
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কিউ
খসড়া
সর্বনাশ।
প্রেমিকা চলে গেছে চুইংগাম খেয়ে মুখে গন্ধ নিয়ে তাকে চুমু দেবার জন্য। অসহ্য মুখের গন্ধ।
চুইংগাম কত বাজে জিনিস। সব ধ্বংস করে।
আগুন রঙের শিমুল
চুইংগাম অত খ্রাপ নাহ, মানুষের মতো
মেহেরী তাজ
দুই লাইনেও একটা গল্প হয়!
চুইংগাম ফালতু জিনিস আমি আগে থেকেই জানতাম! ;(
আগুন রঙের শিমুল
চুইংগাম ভালু, সিগ্রেট খাওনের পর বৌয়ের ঝারিত্তে বাচায় 😀
মেহেরী তাজ
তার মানে চুইংগাম দেখলেই তো মনে হচ্ছে প্রশ্নবোধক (?) রেখে দিতে হবে! ;?