
রাফি আজ রাতে বারোটার ফ্লাইটে সৌদি আরব চলে যাবে। এদিকে সারা বাড়ি জুড়ে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের হৈচৈ। কিন্তুু আজ সকাল থেকে রাফি’র মন বিষন্নতায় ভরপুর! রাফি লক্ষ করলো তার মা চোখ মুছতে মুছতে জিনিসপত্র গোছাচ্ছেন। বাবা বাজার থেকে নতুন শার্ট, প্যান্ট কিনে এনেছেন রাফির জন্য। ছেলে বিদেশ চলে যাবে, এর ফাঁকে যা যা দরকার সবকিছু রেডি করার চেষ্টা করেছেন বাবা। রাফির ছোট বোন তুলি পাগলি বোনটা সেই দুপুর থেকে মুখ বাঁকা করে বসে অাছে। রাফির কাছেও অাসছে না। সারা বাড়ি জুড়ে কেমন একটা থমথমে ভাব!!
সন্ধ্যা হয়ে এলো রাফি’র চোখদুটি লাল হয়ে অাসছে! আজই এই বাড়ি ছেড়ে অনেক দূর চলে যাবে রাফি! মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবাইকে ছেড়ে থাকতে হবে একা একা। রাফি’র ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে কিন্তুু পরিবার অার অভাবের কালো মিছিলে রাফির কাঁন্নাটা যেন কিছুই নাহ! রাফি চোখ মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরলো। মা হাউমাউ করে কাঁদতে লাগলো! রাফি মায়ের কাঁন্না দেখে জোড়ে জোড়ে ফুঁপাচ্ছে। তারপর যখন বাবাকে জড়িয়ে ধরলো। বাবার শক্ত শরীরটা নিমিষেই কেমন জানি শীতল হয়ে গেল! রাফির বাবা চোখ মুছছেন। কিছুতেই বুঝতে দিচ্ছেন নাহ উনারো কষ্ট হচ্ছে। ছোটবোন তুলিকে জড়িয়ে ধরলো রাফি, পাগলি বোনটা হাতে কামড় দিয়ে জোড়ে জোড়ে বলছে ‘ছাড় আমারে, তুই অামার ভাইয়া নাহ! তুই কথা কবিনা, যদি ভাইয়া হতি থ্যাইলে এভাবে চইল্লা যাইতি নাহ ছাড় কইছি, ছাড় অামারে! রাফি কাঁন্না করতে করতে বাসা থেকে বের হল। সারাটা পথ সে গুমড়ে গুড়মে কেঁদেছে, কাওকে বুঝতে দেয়নি সবাইকে ছেড়ে যেতে তার কতটা কষ্ট হচ্ছে।।
একটুপর রাফির ফ্লাইট। হয়তো অার কিচ্ছুক্ষণ পরই বিমানে উড়ে দেশ ছেড়ে বিদেশে চলে যাবে রাফি। এদিকে রাগি বাবাটা বিমানবন্দরের দরজার সামনে দাঁড়িয়ে চোখ টেনে টেনে কাঁদছে। রাফি কখনো তার বাবাকে এভাবে কাঁদতে দেখেনি! আজ কেন যে রাগি, পরিশ্রমী মানুষটা এভাবে কাঁদছে তা হয়তো পৃথিবীর সবাই জানে। রাফি অনেক্ষণ ওর বাবার দিকে তাকিয়ে অাছে। তারপর দৌঁড়ে গিয়ে অাবার জড়িয়ে ধরে কাঁন্না জুড়ে দেয়। সাথে আসা বন্ধুরা অনেক বুঝিয়ে রাফির কাঁন্না থামায়। তার কিচ্ছুক্ষণ পরই গুড বায় বাংলাদেশ বলে প্রিয়জনদের ছেড়ে জীবিকার তাড়নায় বিদেশ চলে যায় রাফি!!
১১টি মন্তব্য
তৌহিদ
প্রবাস জীবন বড্ড কস্টের, পরিবার প্রিয়জন ছেড়ে জীবিকার তাগিদে যারা যান তারাই জানেন কি কষ্ট। আর বিদায় সবসময় মনে দুঃখ দেয়।
লিখতে থাকো। শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
জ্বী ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের। অনেক ধন্যবাদ।।
তৌহিদ
ভালো থেকো মাছুম।
সাবিনা ইয়াসমিন
আমাদের অতি আপনজনেরা যখন আমাদের কাছে থাকে, তখন ভালোবাসা মায়া মমতা গুলো সব সময়ে বুঝতে দেয়না। বাবার শাসন, বোনের ঝগড়া , মায়ের বকুনি, সব কিছুর আড়ালে ভালোবাসাটা চাপা পড়ে থাকে। কিন্তু যখন দূরে কোথাও যাওয়ার সময় হয় তখনই সুপ্ত থাকা আবেগ জেগে উঠে।
প্রায় সব প্রবাসীদেরই এমন একটি করে গল্প থাকে। প্রবাসীদের রেখে যাওয়া পরিবারেরও এমন অনেক গল্প আছে। ভালো থাকুন সকল প্রবাসীরা, যারা পরিবার পরিজন ছেড়ে আপনজনদের সুখী জীবন দিতে প্রবাস জীবন যাপন করছেন।
শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
জ্বী আপু প্রবাসীদের গল্পের শেষ নেই। অনেক ধন্যবাদ শুভরাত
জিসান শা ইকরাম
মায়ার বাধন, ভালোবাসা ছেড়ে এভাবে চলে যাওয়া অত্যন্ত কস্টের, তারপরেও যেতে হয় বাস্তবতার কারনে।
শুভ কামনা।
নাজমুল আহসান
এমন অসংখ্য রাফিই দেশের অর্থনীতির চাকা সচল রাখে 🇧🇩
রাফির জন্যে ভালবাসা🌷🌷
মাছুম হাবিবী
আপনাকেও ধন্যবাদ
আরজু মুক্তা
অর্থনীতির চাকা সচল রাখতে,দেশকে উন্নত করতে আমরা প্রিয়জনকে চোখের পানিও দেখতে দেইনা।।
ভালো থাক সকল প্রবাসী
মাছুম হাবিবী
হুমম অনেক ধন্যবাদ। শুভরাত
ছাইরাছ হেলাল
রফিদের জন্যই আমারা হাসতে পারি।
যদিও আমরাই এক সময় তাদের ভুলে যাই।