
প্রিয় তোমার শূন্যতা আজও আমাকে ভাবায়
কিছু কথা,,
এসেছে আমার দোঁহারে,
দুটি হাত বাড়িয়ে,
গোপান কিছু কথা আছে
বলবে আমায় আপন করে!
কেউ দেখলেই যাবে সম্মান
তাই তো গোপনে বলি
তুমি মন দিয়ে শুনো কথা
কথা গুলো বলেই,
গোপনেই যাবো চলে!
পরশু আসবে আমায় দেখতে
টাকা পায়সাওলা বড় লোকের ছেলে,
পাকা ধালান বাড়ি গাড়ি সবিই আছে তার
দেখতেও নাকি সুন্দর !
বাবা মা সবার পচন্দ হয়েছে বেশ
আমায় পঁচন্দ হলেই বিয়ে ফাইনেল,
পরশু দেবে হাতে আংটি
মঙ্গল টাও করে যাবে পাকাপাকি!
মাধবী বলে আমায়
আজই চলো পালিয়ে যাই,
কেউ যেন পায়ন খুঁজে
আমরা আছি কোথা!
গলা ধরে কাঁদল শেষে
জানিয়ে শেষ বিদায়,
তবু সাহস হলে বলতে
চল পালিয়ে যাই!
কথা শেষ চলে গেলো
দূর অজানায়।
সঞ্জয় মালাকার //
১৬টি মন্তব্য
এস.জেড বাবু
মাধবী বলে আমায়
আজই চলো পালিয়ে যাই,
কেউ যেন পায়ন খুঁজে
আমরা আছি কোথা!
গলা ধরে কাঁদল শেষে
জানিয়ে শেষ বিদায়,
তবু সাহস হলে বলতে
চল পালিয়ে যাই!
পালিয়ে গেলেই ভালো হতো-
শূণ্যতায় পূর্ণতা এসে যেত।
বেশ রোমান্টিক লিখা
সঞ্জয় মালাকার
দাদা পালিয়ে যেতে ভায় করে, আনন্দটা দুনে সরে, তাই বলতে পারছিনা, আসিফ ভেতর ঘরে।
ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই।
এস.জেড বাবু
হাহাহা
মজার ছিলো প্রতিউত্তর
ধন্যবাদ
শুভ সকাল
সঞ্জয় মালাকার
শুভ সকাল বাবু ভাই, দিন শুরু শুভেচ্ছা রইলো,। আনন্দে কাটুক সারাদিন শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
“পরশু আসবে আমায় দেখতে
টাকা পায়সাওলা বড় লোকের ছেলে,
পাকা ধালান বাড়ি গাড়ি সবিই আছে তার
দেখতেও নাকি সুন্দর !”
এ কারণেই কত জনের সুখের স্বপ্ন যে ভেঙে যায় প্রেমযমুনার ঘাটে!
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, এই দালান যতো যানজটে।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
নুর হোসেন
বাবা মা সবার পচন্দ হয়েছে বেশ
আমায় পঁচন্দ হলেই বিয়ে ফাইনেল,
পরশু দেবে হাতে আংটি
মঙ্গল টাও করে যাবে পাকাপাকি!
-আমগোরে নিমন্ত্রন কইরেন অনেকদিন বিয়া টিয়া খাইনা।
সঞ্জয় মালাকার
দিমুনে নিমন্ত্রণ, পাকাপাকি হয়ে যাবার পরে,
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,।
ছাইরাছ হেলাল
পলাপলি কিন্তু খারাপ না। দারুণ মজার।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, তবে পালাপালিতে আমার ইচ্ছে নেই।
সুরাইয়া পারভিন
ইশ! সাহস করে বলতে পারতেন চলো পালাই
বেচারীকে শূণ্যতা নিয়ে ফিরে যেতে হতো না। দারুণ উপস্থাপন
সঞ্জয় মালাকার
সাহস করে বলতে পারতাম, কিন্তু গোপনে না
সবার সামনে দিয়ে পালাতে চাই।
ধন্যবাদ দিদি ভালো থাকুন শুভ কামনা।
তৌহিদ
দাদা, নিয়ে ভাগিয়ে চলে যান প্রেমিকাকে। এসব রোমান্টিকতায় তাদের পেট ভরবেনা আর নিজেও কস্টে ভুগবেন। দরকার কি?
কি বুদ্ধিটা ভালোনা?? ☺
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
বুদ্ধি ভালো, কিন্তু পালিয়ে যাও ভালো নয়,
সবার সামনে দিয়েই যাবো।
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা অফুরন্ত।
জিসান শা ইকরাম
কিছু কথা ভালো লেগেছে দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান ভালো থাকুন সব সময় শুভ কামনা।