
কাব্যিক কথার ভাবনা উঠন জুড়ে
থাকতে হয় অহংকার লতা পাতার বাসনা!
তা না হলে কবিতার হাসি উজ্জ্বল
চঞ্চলতা পুরোপুরি চলবেই না;
কবিত্বের আড়ালে চাঁদ কলঙ্ক দেখা যায়
কিছু মনে করাটাই ভুলের অচর হবে-
তাই না হলে সত্য কথায় ভাত নাই
আবার মিথ্যা কথার নাকি ঠাই নাই!
উভয় সংকটে হাবুডুবু খাচ্ছে কাব্যিক
বর্ণমালার প্রেম বিরহের চিন্তা ধারনা;
অতঃপর এভাবেই কাব্যিক বেঁচে থাক-
সবুজ মাটির মায়াময় বক্ষ জুড়ে।
১৫ আষাঢ় ১৪২৮, ২৯ জুন ২১
——————————-
৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
আসলেই উভয়সংকট চলছে। শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
কবিতা তবুও বাঁচুক।
শুভ কামনা ভাই
হালিমা আক্তার
উভয় সংকটের মধ্যে ও কবিতা বেঁচে থাকুক মহানন্দে। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে কবিতা