
কতগুলো অপচয়ি অক্ষরের লাশ শুয়ে আছে পাশের কামরায়।
চাইলেই ময়না তদন্ত করা যেত:
ভুল বানান থেকে উচ্চারিত শব্দের দায় অস্বীকার করায়…জলাঞ্জলি গেল প্রভূত সব আদেখলেপনা।
আঁটোসাঁটো মুখোশের গায়ে নিপুণ আলপনা। মর্গের বেঞ্চিতে পরিচয়ের প্লাকার্ড
খুব ভুল অক্ষরের লাশ শুয়ে আছে কতগুলো…যেখান থেকে শুরু হতে পারে আরো কতগুলো নতুন শব্দের কাফেলা।
ছবি সৌজন্য – নিজ
৪টি মন্তব্য
হালিমা আক্তার
শুরু হোক নতুন শব্দের কাফেলা। ভুল অক্ষর গুলো সজীব হয়ে ফিরে আসুক সোনেলার আঙিনায়।
বন্যা লিপি
ভুল অক্ষর সজীব হলে তো চলবে না হালিমা আপা! আমাদের চাই আনকোরা নতুন সব শব্দের কাফেলা।
এবং তা যত বেশি সম্ভব! ২৪ ঘন্টা বিধি মোতাবেক ডায়েরির পাতা ভরে উঠুক নতুন জোয়ারে।
আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
নাজমুল আহসান
এতো কঠিন কথা বুঝি না। বাংলায় বলেন।
বন্যা লিপি
😆😆😆😆আমি আবার ইংলিশে জাহাজ কিনা! তাই বাংলাটাই একটু একটু পারি আরকি!
সহজও যদি বোঝানো লাগে পিচ্চি মাস্টাররে!
টকি সিনেমার পর্দায় চোখ রাখুন।
সব দৃশ্যমান হয়ে যাবে….