কাফেলা

বন্যা লিপি ২২ মে ২০২৪, বুধবার, ০৭:০১:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

কতগুলো অপচয়ি অক্ষরের লাশ শুয়ে আছে পাশের কামরায়।

চাইলেই ময়না তদন্ত করা যেত:

ভুল বানান থেকে উচ্চারিত শব্দের দায় অস্বীকার করায়…জলাঞ্জলি গেল প্রভূত সব আদেখলেপনা।

আঁটোসাঁটো মুখোশের গায়ে নিপুণ আলপনা।  মর্গের বেঞ্চিতে  পরিচয়ের প্লাকার্ড

খুব ভুল অক্ষরের লাশ শুয়ে আছে কতগুলো…যেখান থেকে শুরু হতে পারে আরো কতগুলো নতুন শব্দের কাফেলা।

 

ছবি সৌজন্য – নিজ

২০৮জন ১৭১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ