
আজ..
না চাইতেও যে হৃদয় মন্দিরে
ভালোবাসা অর্পণ করায় আবেগ বলো
রেফ্রিজারেটর সন্ধ্যায় পূজো নিচ্ছো না।
একদিন..
সময়ের বুকে ভর করে দাঁড়াবে
পলি মাটির মূর্তির মতো অপরিচ্ছন্ন জমিতে
আবেগ ঢেলে কাঁদবে ভালোবাসায় স্নান করতে
একটা আবেগহীন জীবনে- কাউকে তো কাঁদাবে?
বহুদিন পর আমি..
তোমার বিতাড়িত অপেক্ষার ক্ষত মেখে
বিদ্রোহী বাণীতে ছেয়ে গেলে পুরো শহর
ঠোঁটে ঠোঁটে ঠোঁটস্থ করব দ্বিতীয় সংস্করণে
ভালোবাসলেও বিষণ ইচ্ছে করে, কেঁদো না
ভালোবাসলেও খুব আগলে ধরে, কেঁদো না।
নেত্রকোণা, ময়মনসিংহ
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হুম ক্ষমা করতে হয়। ভালোবাসলে তাকে যেন ক্ষমা না করে পারাই যায় না। ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
কবিতা কম বুঝা পাবলিক আমি, শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
সুপায়ন বড়ুয়া
ক্ষমা করার মাহাত্য সার্বজনীন।
শুভ কামনা।
ত্রিস্তান
বুঝলাম না কিছুই,,,পরে আবার পড়বো।
হালিম নজরুল
বহুদিন পর আমি..
তোমার বিতাড়িত অপেক্ষার ক্ষত মেখে
বিদ্রোহী বাণীতে ছেয়ে গেলে পুরো শহর
ঠোঁটে ঠোঁটে ঠোঁটস্থ করব দ্বিতীয় সংস্করণে