কাউকেও তো ক্ষমা করতে হয়

নাজমুল হুদা ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৬:২৯:১৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আজ..
না চাইতেও যে হৃদয় মন্দিরে
ভালোবাসা অর্পণ করায় আবেগ বলো
রেফ্রিজারেটর সন্ধ্যায় পূজো নিচ্ছো না।

একদিন..
সময়ের বুকে ভর করে দাঁড়াবে
পলি মাটির মূর্তির মতো অপরিচ্ছন্ন জমিতে
আবেগ ঢেলে কাঁদবে ভালোবাসায় স্নান করতে
একটা আবেগহীন জীবনে- কাউকে তো কাঁদাবে?

বহুদিন পর আমি..
তোমার বিতাড়িত অপেক্ষার ক্ষত মেখে
বিদ্রোহী বাণীতে ছেয়ে গেলে পুরো শহর
ঠোঁটে ঠোঁটে ঠোঁটস্থ করব দ্বিতীয় সংস্করণে
ভালোবাসলেও বিষণ ইচ্ছে করে, কেঁদো না
ভালোবাসলেও খুব আগলে ধরে, কেঁদো না।

নেত্রকোণা, ময়মনসিংহ

৪৯৬জন ৪৩৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ