
যদি নিঃসঙ্গতা দিবে নিরবধি,
একাকীত্ব মেরু বরফের মতো হবে স্ফটিকে স্তূপীকৃত,
তবে কেন আসে চৈত্রের বাতাসের মতো,
প্রেমের আভাস!
কেন আসে পাখি পরিযানে যদি নাই থাকে আর ঘর,
প্রভু কার কাছে খুঁজে পাব এই বিচিত্র প্রশ্নের উত্তর?
একটি সাগর পোড়ে,
পরিত্যক্ত জাহাজ খরতাপে উত্তাল,
বাদামী মেঘেরা উড়ে তবু মনে জ্বলছে মনস্তাপ!
যদি বেলাভুমি নাই ছোঁবে কেন তবে বিদেশিনী এলো,
সপ্তডিঙ্গায় চেপে ছেঁড়া উপকূলে!
আমিতো চাইনি তার চকিত চাহনি নিয়ে যাক বারবার,
সর্বস্ব সম্বল আমার!
প্রভু বলো একেবারে রিক্ত মনে কে বানাতে চায় ঘর,
যদিও স্বর্গোদ্যান প্রচন্ড উর্বর,
হয়তো সেখানেও আছে হারানো হরিণীর শোক!
আমাজনী রাত্রিতে মায়ান যাজকের করুণ স্তব,
আটকাতে চেয়ে চন্দ্রগ্রহণের রাতে অশনি সংকেত,
কতোবার ধমনীর প্রবাহকে করে দিল তোলপাড়!
ব্যর্থ তারা! বিলুপ্ত হয়েছে সব!
আমি কেন বসে আছি একা ইনকা মূর্তির মতো
আর কতো পঞ্জিকায় লিখব বলোতো,
লাবণ্যময়ী ফড়িং এর আসা যাওয়ার হিসাব!
আমারো তো ক্লান্তি লাগে খুব! কুম্ভকর্ণের মতো-
চোখ জুড়ে আসে ঘুম!
শুধু হাওয়ায় ভাসা মশারিটা বেঈমান,
শিকারী প্যাঁচার মতো জ্বালিয়ে রাখে ক্রুদ্ধ চোখ,
প্রভু কি আছে দাওয়াই?
গ্যালাক্সির হৃদপিন্ড থেকে কিছুটা শক্তি দিও ধার!
মুক্ত হই মহাকর্ষ থেকে আজ!
সমস্ত দিন আগাগোড়া পুড়ে ছাই,
যাযাবর বাইক ছুটছে একাই আরোহী ছাড়াই!
মাঝে ছুঁয়ে দিলে সেওতো মানুষ হয়, পুরুষের মতো!
বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কতো প্রেমিকারা ডাকে,
তবুও পাবোনা আমি আজন্ম খুজেছি যাকে!
গোলাপের সাথে ধুতুরার বিষজল মিশে থাকে,
প্রভু এই যে মরে যায় হুট করে প্রেমিক ও প্রেমিকারা,
এর দায় নিবে কে?
উপশহরের কাছে অচিন রাত কাঁদে মৃত জলাশয়ে,
ব্যর্থ হয়ে নিতে সভ্যতার চাপ,
কতো লোক চুপি চুপি হয়ে যায় উন্মাদ!
প্রভু কি দোষ তাদের?
১০টি মন্তব্য
দালান জাহান
Excellent
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন।
হালিমা আক্তার
গোলাপের সাথে ধুতুরার বিষজল মিশে থাকে। চমৎকার উপমা। জীবন যেন প্রশ্নহীন প্রশ্নের বয়ে চলা। যার উত্তর হয়তো আছে হয়তো নাই। শুভ কামনা অবিরাম।
সৌবর্ণ বাঁধন
সবসময় উৎসাহিত করার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
আপনি তো পুরো সভ্যতা নিয়ে এলেন কবিতায়।
শুভ কামনা
সৌবর্ণ বাঁধন
সভ্যতাই তো সাপের মতো জড়িয়ে রেখেছে জীবনকে আপু। ধন্যবাদ জানবেন।
সাবিনা ইয়াসমিন
সব কবিতার মন্তব্য হয় না। কিছু কবিতা শুধু পড়ার জন্যেই।
“একটি সাগর পোড়ে,
পরিত্যক্ত জাহাজ খরতাপে উত্তাল,
বাদামী মেঘেরা উড়ে তবু মনে জ্বলছে মনস্তাপ!”
শুভ কামনা রইলো সৌবর্ণ 🌹🌹
সৌবর্ণ বাঁধন
অশেষ কৃতজ্ঞতা ও সতত শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
লেখাটি প্রিয়তে নিলাম ভাই। অসাধারণ লিখেছো। অফুরন্ত শুভকামনা রইলো
সৌবর্ণ বাঁধন
দিদি শুভকামনা ও ধন্যবাদ।