
এই যে শুনছেন? হ্যা আপনাকেই বলছি শুনুন!
এখানে অন্যকেউ নেই যে!
কি হলো? কিছু বলছেন না কেনো? আমি খুব
বিরক্তিকর?
নির্লজ্জ?
বেহায়া?
মুখ ফুটে এ শব্দ গুলো আমাকে বলুন নাহয়!
ওহ! কিভাবে বলবেন তাহলে এ চিন্তায় মগ্ন তাইনা!
হুম সেটাই তো।
শিমুল ফুলের মতোন মুখ ফুটে সেদিন ই তো বললেন-
“তুমি আমার উত্তপ্ত মরুভূমির প্রশান্তির জলধারা
দুঃখ প্রহসনের রাত্তিরে নিভু নিভু প্রদীপ, চকমকে
শুকতারা।”
তাহলে আজ কেনো এতো উদাসীন?
সেই যে চলে গেছেন ফিরার চিন্তাটুকু করেছেন কখনো?
তবে ভুলে গেছেন? স্মৃতি পোড়েনা আপনাকে?
সকাল বেলা এক চায়ে আমাকে খুঁজে পান?
এলোমেলো চুলের ঝট ছাড়িয়ে বেনি করতে?
হাত ধরে একসাথে হাটতে?
রাতের আকাশে তারা গুনতে?
উফ! কিছুই বলছেন না! কিভাবে যে জুটলেন আমার
কপালে!
তবে সত্যি বলতে এখন আপনাকে শিশুর মতোন নিষ্পাপ
মনে হচ্ছে আমার!
ধৈর্যের বাহিরে দুষ্টামির পর বাচ্চারা যেভাবে আত্মসমর্পণ
করে মায়ের কাছে? ঠিক সেরকম ই আপনি।
জানেন-
নিত্যদিনের নিয়ম মাপিক বলা কথাগুলো এখন ভুলে
গেছে তাদের আবাসস্থল।
রোজকার হাওয়ায় পাঠানো চুমু গুলো ভূমিকম্প হয়ে
বুকে ধাক্কা দেয়।
এমন অবেলায় এসে আমাকে নাড়িয়ে দিয়ে কেনোই এ
পিছুটান?
আপনি আমার নন জেনেও কেনো এতো ভালোবাসা
কেনো এতো কাছাকাছি!
কি হলো চলে যাচ্ছেন?
কিছু না বলেই?
নাহয় শেষটা সুন্দর করে চলে যান!
আসুন আমার হাতটা ধরুন একটু!
দূরপাল্লার বাসের মতোন ঠিকানা-হীন
হেটে যাই…!
চলেই যাচ্ছেন তাহলে?
এতো তাড়া আপনার?
ওহ বুঝেছি! তাড়া তো থাকবেই আপনার! নিশ্চয়ই কেউ
অপেক্ষা করছে।
এতোটা নিষ্ঠুরতা নিয়ে ভাবতে পারেন আপনি?
চলে যাচ্ছেন যান তবে শেষ অনুরোধ…
“আপনার নিষ্ঠুরতার এক
আজলা ভাগ দিবেন আমায়?
উপচে পরা অযাচিত মায়াগুলোকে
বিষাদের দমকলে দুমড়ে মুচড়ে ভেঙে
ফেলতে পারি যেনো” !!
ছবিঃ সংগৃহীত
১৪টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
আমার লিখাতে হয়তো বানান ভুলের সম্ভাবনা আছে। কিছু মনে না করে আমার ভুল গুলো শুধরে দিবেন।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
চমৎকার লিখেছেন! প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত কোথাও ছন্দপতন নেই, একটানা পড়ে যাওয়া আর লেখার গভীরে হারিয়ে যাওয়া!
আপনার লেখার মোহে পড়ে যাচ্ছি 🙂
আরও লিখুন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
স্বপ্নীল মেঘ
কৃতজ্ঞতা সমেত ভালোবাসা জানাচ্ছি বুবু।
দোয়ায় রাখবে।।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। লেখার ভাঁজে ভাঁজে ভালোবাসার সৌন্দর্য, আকুতি ফুটিয়ে তুলেছেন দারুন ভাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
স্বপ্নীল মেঘ
কতোটুকু লিখতে পারি জানিনে। কিন্তু সাহিত্যের অনুরাগী হয়ে আকাশে ঠাঁই নিতে চাই।
ধন্যবাদ বুবু। আমাকে দোয়ায় রাখবেন। ভালো থাকুন।
জিসান শা ইকরাম
থাকবেনা, তারপরেও কাছে নেয়া এক ধরনের অপরাধই।
এদের প্রতি কঠোর হওয়া উচিৎ।
লেখাটি সুন্দর।
শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
নিষ্ঠুরতা নিয়েই ওরা পথ আলাদা করে। আর এজন্যই ভালোবাসার অসম রথযাত্রার সূচনা।
কৃতজ্ঞতা সমেত ভালোবাসা জানাচ্ছি। আমাকে দোয়ায় রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন।
আরজু মুক্তা
এরা নির্দয়, চলে যাওয়াই এদের স্বভাব।
চমৎকার শব্দবুনন।
ভালো থাকেন সবসময়
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ বুবু।
ভালো রাখুক আল্লাহ।
রোকসানা খন্দকার রুকু
কি নিষ্ঠুর বাবা এমন আহ্বান কেউ উপেক্ষা করে কি করে?
শুভ কামনা
স্বপ্নীল মেঘ
যারা চলে যায় তারা উপেক্ষা করেই যায়।
ছেড়ে যাওয়ার আগে মনে দাগ কেটে যায়।
এতে হয় কি; ভুলে যাওয়া যায়না। এটা বিশেষ
টেকনিক ও বটে।
ধন্যবাদ বুবু।
হালিমা আক্তার
মানুষ এতো নিষ্ঠুর হয় কী করে। তবে যে যেতে চায় তাকে মিছে বাঁধনে বাঁধা যায় না। চমৎকার লিখেছেন। শুভ কামনা।
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ ।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ আপু।
ভালোবাসা রইলো