করোনা ভাইরাস

রুমন আশরাফ ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:৫৭:৫৯অপরাহ্ন স্বাস্থ্য বার্তা ১৭ মন্তব্য

তখন ছোট ছিলাম। বাবা অফিসে কিংবা বাইরে কোথাও যাবার আগে আমাকে আদর করে যেতেন। দোয়া পড়ে ফুঁ দিতেন। কপালে চুমু খেয়ে বের হতেন। এই বয়সেও আগের মতো আদর পাই বাবার কাছ থেকে। তবে বাবার অফিস নেই এখন। অবসরপ্রাপ্ত হয়েছেন কয়েক বছর আগে। বরং বাবার সেই কাজটিই কখনও কখনও আমি করি। তবে কথা আছে, শরীর অসুস্থ তথা সর্দিকাশি থাকলে বাবা কখনই এমনটি করতেন না।

একদিনের ঘটনা বলছি। তখন খুব সম্ভবত ৭ম শ্রেণিতে পড়ি তখন। পরীক্ষা দিতে যাবার আগে বাবার কাছে গেলাম দোয়া চাইতে। বাবার তখন জ্বর। দোয়া চাওয়ার পর বাবার কপালে চুমু দেবার সময় বাবা আমাকে সরিয়ে দিলেন। আমার মন খারাপ হল। বাবা তখন বললেন, “বাবা আপন হতে পারে কিন্তু রোগ কখনও আপন না। এটা মনে রাখবা”। বাবার এই কথাটি আমার প্রায়ই মনে পড়ে। আজও কথাটি অনুসরণ করি।

সদ্য প্রত্যাবর্তিত প্রবাসী ভাইবোনদের বলছি, আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনারা আমাদের খুব কাছের। আপনারা আমাদের গর্ব। কিন্তু আপনারা নিরাপদ জোনে না আসা পর্যন্ত আপাতত নিজেদের আইসোলেট করে রাখুন। করোনা কোনও ছেলেখেলা নয়। এটা কারও কাছে মহামারী, কারও কাছে গজব আবার কারও কাছে দুটোই। সামগ্রিকভাবে এটা ভয়ংকর।

৭৫৩জন ৬৬৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ