
তখন ছোট ছিলাম। বাবা অফিসে কিংবা বাইরে কোথাও যাবার আগে আমাকে আদর করে যেতেন। দোয়া পড়ে ফুঁ দিতেন। কপালে চুমু খেয়ে বের হতেন। এই বয়সেও আগের মতো আদর পাই বাবার কাছ থেকে। তবে বাবার অফিস নেই এখন। অবসরপ্রাপ্ত হয়েছেন কয়েক বছর আগে। বরং বাবার সেই কাজটিই কখনও কখনও আমি করি। তবে কথা আছে, শরীর অসুস্থ তথা সর্দিকাশি থাকলে বাবা কখনই এমনটি করতেন না।
একদিনের ঘটনা বলছি। তখন খুব সম্ভবত ৭ম শ্রেণিতে পড়ি তখন। পরীক্ষা দিতে যাবার আগে বাবার কাছে গেলাম দোয়া চাইতে। বাবার তখন জ্বর। দোয়া চাওয়ার পর বাবার কপালে চুমু দেবার সময় বাবা আমাকে সরিয়ে দিলেন। আমার মন খারাপ হল। বাবা তখন বললেন, “বাবা আপন হতে পারে কিন্তু রোগ কখনও আপন না। এটা মনে রাখবা”। বাবার এই কথাটি আমার প্রায়ই মনে পড়ে। আজও কথাটি অনুসরণ করি।
সদ্য প্রত্যাবর্তিত প্রবাসী ভাইবোনদের বলছি, আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনারা আমাদের খুব কাছের। আপনারা আমাদের গর্ব। কিন্তু আপনারা নিরাপদ জোনে না আসা পর্যন্ত আপাতত নিজেদের আইসোলেট করে রাখুন। করোনা কোনও ছেলেখেলা নয়। এটা কারও কাছে মহামারী, কারও কাছে গজব আবার কারও কাছে দুটোই। সামগ্রিকভাবে এটা ভয়ংকর।
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার বাবা সঠিক কথাই বলেন। তার প্রতি আন্তরিক শ্রদ্ধা।
রেমিটেন্স যোদ্ধারাই দেশকে অচল করার দিকে নিয়ে গেলো।
ভাল থাকুন প্রিয় ভাই।
রুমন আশরাফ
ধন্যবাদ প্রিয় জিসান ভাই। আপনিও ভাল থাকুন। সুন্দর ভাবে বেঁচে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা। রোগ কখনো কারো আপন হতে পারে না। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
রুমন আশরাফ
শুভ কামনা রইলো। সাবধানে থাকবেন।
ফয়জুল মহী
হে দুনিয়ার মালিক তুমি ক্ষমা করো। বাঁচতে দাও সবাইকে তোমার সুন্দর পৃথিবীতে।
রুমন আশরাফ
আমীন
নাজমুল হুদা
খুব সুন্দর কথা। বাবাদের আদর সব সময় অতুলনীয়।
রেমিট্যান্স যোদ্ধা হলেও এদেশের একটা চিরন্তন সত্য অনেক রেমিট্যান্স যোদ্ধা জাগতিক শিক্ষিত নয় তাই এমন গোঁয়ার্তুমি।
ধন্যবাদ ভাইয়া 💞
রুমন আশরাফ
ভাল কথা বলেছেন নাজমুল ভাই।
“রেমিট্যান্স যোদ্ধা হলেও এদেশের একটা চিরন্তন সত্য অনেক রেমিট্যান্স যোদ্ধা জাগতিক শিক্ষিত নয় তাই এমন গোঁয়ার্তুমি।”
নাজমুল হুদা
ভালোবাসা নিবেন ভাইয়া 💞
তৌহিদ
কে শোনে কার কথা!! এরাই দেশে করোনাকে ছড়িয়ে দিলো। আপনার বাবার প্রতি শ্রদ্ধা।
ভালো থাকবেন।
রুমন আশরাফ
একদম ঠিক।
আপনিও ভাল থাকবেন ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
সহমত। এই সহজ ও সুন্দর কথাটা
মানি না বলেই আমাদের সমস্যা।
শুভ কামনা
রুমন আশরাফ
ধন্যবাদ দাদা। আপনার প্রতিও রইলো শুভ কামনা।
নিতাই বাবু
যথার্থই বলেছেন, দাদা। আপনার এই পরামর্শ এই সময়ে অনেকের উপকারে আসবে বলে আমি মনে করি। সাথে এই সময়ে সবাই এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের থেকে মুক্ত থাকুক, এটাই কামনা করছি।
রুমন আশরাফ
করোনা মুক্ত হোক পুরো বিশ্ব এই আশায় বুক বেঁধে আছি।
হালিম নজরুল
“বাবা আপন হতে পারে,কিন্তু রোগ কখনও আপন না”
রুমন আশরাফ
বাবার এই কথাটি আমার প্রায়ই মনে পড়ে। কিন্তু দুঃখের বিষয় এই ক্রান্তিলগ্নে আমি বাবার পাশে নেই। তবে প্রতিদিনই কথা হচ্ছে আমাদের মুঠোফোনে। বর্তমানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়ায় আর বাবা-মা এবং ছোট ভাই আছেন নারায়ণগঞ্জে। এই মুহূর্তে নারায়ণগঞ্জ এর অবস্থা খুবই খারাপ। খুব দুশ্চিন্তার মধ্যে আছি। দোয়া করবেন নজরুল ভাই।