করোনাকাব্য

নাজমুল আহসান ৩ মে ২০২১, সোমবার, ১০:৪০:০৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

ইসকা মিয়া ‘রিশকা’ চালায়
আরামবাগের গলিতে।
আমার কাছে মনের কথা
করল শুরু বলিতে।

দেশে নাকি আইছে আজব
মরনব্যাধি করোনা!
আমি অধম কেমন আছি-
চিন্তা তো কেউ কর না!

শুনছি আবার আনছে টিকা।
তেলেসমাতি কারখানা!
তাইলে কি এই ব্যামোর কাছে
তোমাদের সব হার মানা?

তোমরা তো কেউ নিচ্ছ শুনি,
সবাই নিচ্ছ না টিকা!
আর কতদিন চলবে এমন
‘পলিটিশ’ আর নাটিকা?

এই করোনা গাও-গেরামে,
এই করোনা টাউনে।
হাওয়া খায়া বাইচা আছি
তোমাদের লকডাউনে।

টিকা দিয়ে জীবন চলে?
ক্ষুধা পেটে? দরকারে?
লোকের বলাবলি শুনি-
আহার দেবে সরকারে!

আমার আহার কাহার পেটে?
কে খেয়েছে আমার ভাগ?
নিজেরে আজ নিজেই দুষি,
নিজের উপর যত রাগ!

করোনাতে মরতে রাজি,
ক্ষুধায় মরতে রাজি না।
ব্যামোর ভয়ে পালায়ে যাব?
দেখা যাক। সে আজই না!

চালের কেজি তিন কুড়ি আর
আলুর কেজি বিশ টাকা।
পেটের ক্ষুধা হিসেব মানে?
পকেট আমার বিষ-ফাঁকা!

আমার দুঃখ আমি বুঝি,
তোমার কথা জানি না।
করোনাটা মানি আমি,
লকডাউনটা মানি না।

(ছবিঃ মনিরুল ইসলাম)

৯৯৯জন ৮৫৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ