আজ শুক্রবার, ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের বিষ্ময়কর প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী। এমন একটি দিনে রবির আলোক প্রভায় উদ্ভাসিত হবে বাঙালির জীবনের চারপাশ। গোটা বাঙালির নিকটে রবীন্দ্রনাথ পরম পাথেয়। জাতির সকল সংকট-সম্ভাবনায়, প্রত্যাশা-প্রাপ্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা দীপ্যমান। তিনি শুধু নিজেকেই নয় প্রত্যেক বাঙালির আত্মউন্মোচন করেছিলেন নিজের গান-কবিতা আর গদ্যের মধ্যদিয়ে। মানবজীবনের অনুভূতির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রবীন্দ্রনাথের সরব উপস্থিতি।
বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। তার ভাব জগৎ ও কর্ম জগতের সকল সৃষ্টি সম্ভারে আবর্তিত হয়েছে বাঙালির তনুমন। শুধু সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে নয় বাঙালির সরল জীবন বেষ্টন করে আছেন এই মহামানব। তার আলোকের ঝর্ণাধারায় স্নাত হয়ে গোট জাতি আগামীর স্বপ্ন বুনে যাবে। সেই প্রত্যাশা আমাদের।
যিনি আমাদের এই জগৎকে শিল্প, সংস্কৃতির এক বিশাল ভান্ডার উপহার দিয়ে গেছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯-তম জন্ম জয়ন্তীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ..
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
কবিগুরুর জম্নদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
বেঁচে থাকুক বাঙালীর হৃদয় কাননে
মেধা ও মননে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সবসময় শুভ কামনা,
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লেগেছে। শুভ জন্মদিন বিশ্ব কবির। আগামী প্রজন্ম ও এভাবে মনে রাখবেন তাকে এই কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
হালিম নজরুল
কবির প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
ফয়জুল মহী
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যেঃ সাধুরা কপট আর অসাধুরা অপকট। – রবীন্দ্রনাথ
সঞ্জয় মালাকার
চমৎকার মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কবি গুরু রবি ঠাকুরের জন্মজয়তীতে রইল শ্রদ্ধাঞ্জলী।
ভালো লিখেছেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা,
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবসময়।
তৌহিদ
শ্রদ্ধাভরে স্মরণ করছি কবিগুরুকে।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকবেন শুভ কামনা।