মধ্য মাঠে কবিতার অসুখ নেই;
কেবলি কবির অসুস্থতা প্রায়
দুর্চিন্তার মাঝেও কবিতা হেঁটে যায়
যেতে যে হবে মিষ্টি ভাবনায়
এযে কবির সুনিশ্চিত প্রত্যয় ফুল;
ওপারে ওশর কতটুকু বা গন্ধ ছড়াবে
কবিতা ভাল করে জানেন- অথচ
কবির অসুখের খবর রাখেন না মেঠো পথের
ধূলি বালি কবিতার সৌন্দর্য মুখ!
তবু দোয়ার মাঝে থাকেন কবিতার সুখ।
১১শ্রাবণ ১৪২৯, ২৬জুলাই’২২
৩৪৯জন
৩১৬জন
৩টি মন্তব্য
নিতাই বাবু
“অথচ
কবির অসুখের খবর রাখেন না মেঠো পথের
ধূলি বালি কবিতার সৌন্দর্য মুখ!”
চমৎকার লিখেছেন, লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জি কবি নিতাই দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল -সুস্থ থাকবেন
হালিমা আক্তার
কবির কথা কবিতাই ভালো জানে। সুন্দর লিখেছেন। শুভ কামনা।