কবিতাঃ অভিমান

মিজভী বাপ্পা ৪ ডিসেম্বর ২০১৬, রবিবার, ০৬:১১:২৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তোমায় নিয়ে লিখবো না কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

তোমায় নিয়ে সাজাবো না আর কোন স্বপ্নের সোপান,

করবো না আমি তোমায় ভ্রমণের আহবান।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

 

তোমায় নিয়ে দেখবো না আর কোন আশার নিশান,

করবো না আমি তোমায় ভালবাসার আহবান।

অকারণেই তুমি করেছো আমার উপর অভিমান,

সে যাতনায় আমি হয়ে গিয়েছি শোকে মুহ্যমান।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

 

তোমায় নিয়ে নেই আর কোন পিছুটান,

হয়ে গিয়েছে সব স্মৃতির অবসান।

তোমায় নিয়ে দেখবো না কোন ভালবাসার অভিযান,

তবুও ভালবেসে যাবো যতদিন রবে আমার এই প্রাণ।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

৮১৭জন ৮১৭জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ