
আত্মা শূন্যে বাষ্প হলে কোলে তুলো বাস্তব লাশ;
আর কোনো লাশ ছুঁয়েছো কেউ- দেখো?
তাঁর বুকে লাশের রং ছটা আনাগোনা
ওরা লাশ? বিশেষ পদ্ধতিতে তাতানো লাশ!
মুখোশের থাবায় ভরাডুবি ক্ষত
একের ভিতর ছয়- বাঁধাই করা সব ফুটানো লাশ।
ফেরাউনের ছোবলে
নন্দিত সেই মেয়েটা বাপের ভিটায় আধগলা লাশ
ইতিহাস ঘুরে ফিরে
উনিশের ভাঙ্গা চোখগুলো ফেরি করে লাশের প্রবন্ধ
পোষাতন্ত্রের গলাচিপায় ঝুলে থাকে শান্তির কবুতর।
পশ্চিম বাড়ির সুতো ছিঁড়ে থকথকে বুকে
বিশ্বায়নের গোলাপী দাঁতে দাঁত কামড়ে
ভূমিষ্ঠ তোমার আমি; ধর্মকানার থ্যাঁতলানো কফিন।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শান্তির কবুতর শান্তিকে ফেলে রেখে
পালিয়েছে সুদূরে, নক্ষত্রের রাজ্যে,
বিশ্বায়নের মুলো ঝুলে আছে সেখানে।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍
জিসান শা ইকরাম
লাশের মিছিল থামবে না কখনো,
ক্ষমতাধরদের এ এক খেলা, ক্ষমতা বজায় রাখার।
কবিতা ভাল লেগেছে।
তৌহিদ
ভালো লিখেছেন ভাই। ক্ষমতার ছোবলে কত যে লাশ আসছে আর যাচ্ছে তার হিসেব কতজন রাখে? কফিনগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে অথচ মরে গিয়েও কেউ শান্তিতে নেই।
নাজমুল হুদা
কবিতা ভালো লাগার জন্য ভালবাসা জানাই
শামীম চৌধুরী
ক্ষমতার জন্য লাশের রাজনীতি চাই না। চাই ক্ষমতার সুব্যবহার।
নাজমুল হুদা
অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো কাম্য নয় ।
ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
বিবেক-আত্মা শূন্য দেহ গুলো লাশ বৈ কিছু নয়। প্রতিনিয়ত যোগ হতে থাকে লাশের সংখ্যা। কখনো আমাদের যোগ করা হয়, কখনো আমরা যোগ হই।
ঈদ মোবারক। ভালো থেকো সব সময় 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় আপু 😍।
ঈদ মোবারক
সঞ্জয় মালাকার
বিবেক আত্মা শূন্য , দেহ গুলো লাশ প্রতিনিয়ত ।
ক্ষমতার রাজনীতি আর চাইনা।
ভালো লাগলো খুব।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍।
আরজু মুক্তা
লাশের মিছিল নয়।।শান্তির পতাকা চাই।।
নাজমুল হুদা
তবুও শান্তি আসুক , অসুস্থ বাসনা থামুক।
ধন্যবাদ আপু 😍