
খুব ইচ্ছে হচ্ছে ,
স্বপ্ন পাখিকে একবার দেখতে !
খুব ইচ্ছে হচ্ছে ,
স্বপ্ন পাখির সাথে একবার কথা বলতে ।
জানিনা,স্বপ্নপাখি এখন কোথায় আছে !
জানিনা,সে এখন কোন বনে বাস করে ।
বহুদিন হয়ে গেল স্বপ্ন পাখিকে দেখিনা,
আমারও তো মন পোড়ে স্বপ্ন পাখির জন্য,
স্বপ্নপাখি কি আমার জন্য একবারও ভাবে?
খুব ইচ্ছে হচ্ছে একবার জানতে!
নীরবে প্রতি রাতে আমি ভাবি তার কথা,
বার বার মনে আসে একটি কথাই
সে বলেছিল কখনো ভুলে যাবেনা!
আজ, সময় আমার সাথে বেঈমানী করেছে
সময়ের সাথে কথা গুলোও আজ হারিয়ে গেছে
নীল দরিয়ার গভীরে ।
আচ্ছা,সে কি আমায় সত্যি ভুলে গেছে?
নাকি আমার জন্য মধ্য রাতে নীরবে কাঁদে!
খুব মনে পড়ছে স্বপ্নপাখির কথা,
যদি এবার দেখতে পেতাম!
৪টি মন্তব্য
আরজু মুক্তা
স্বপ্ন পাখি স্বপ্নে আসুক।
শুভ কামনা
পপি তালুকদার
প্রেমময় স্বপ্ন পাখিটি বাস্তবে ফিরে আসুক।
শুভকামনা জানাই কবিতার জন্য।
হালিমা আক্তার
স্বপ্নের পাখি ফিরে আসুক বাস্তবতার ঘরে।
সাবিনা ইয়াসমিন
স্বপ্নকে পাখির নাম দিয়েছেন, পাখি উড়বে ঘুরবে তারপর হয়তো এক সময় আবার জায়গা মতো ঠিকই চলে আসবে। স্বপ্ন দেখতে বাধা না থাকলেই হয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹