কতটুকু পারলাম

হালিমা আক্তার ১ মে ২০২২, রবিবার, ১২:৩১:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

কতটুকু পারলাম!

জীবনে কত কিছুর হিসাব করি। হিসেবের সরল খাতায় কখনো যোগ-বিয়োগ মিলে, কখনো মিলে না। তবু পাওয়া না পাওয়ার হিসেব কষেই চলেছি। জাবেদা, রেওয়ামিল, আসল , মুনাফা কতো হিসাব। জীবনের যোজন বিয়োজনে কখনো প্লাস, কখনো মাইনাস।

শ্রেষ্ঠ মাস রমজান। প্রতি বছরই রমজান আসার আগে মনে মনে কত পরিকল্পনা হয়ে যায়। অন্তত এ বছর রমজান মাসে মনোযোগ সহকারে ইবাদত করবো। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার কতো পরিকল্পনা। আসছে বছর এ সময় আর পাবো কি না।

প্রতিবারের মত রমজান মাস আসে, রমজান মাস যায়। নাহ, ইবাদতে তৃপ্তি মিলে না। মিলবেই বা কি করে। কতটুকু পেরেছি কায়মনোবাক্যে প্রার্থনা করতে। দুনিয়ার বৈষয়িক ভাবনায় আচ্ছন্ন মন। আখেরাতে ফসল কতটুকু বোনা হলো। সারা দিনের ব্যস্ততা, ইফতারের পর ক্লান্তির অবসাদ নেমে আসে। ঘুম জড়ানো চোখ। রমজানে মনে হয় এ ক্ষেত্রে নিদ্রা দেবী কার্পণ্য করছেন না। কতটুকু আর আল্লাহর নৈকট্য পেলাম। হিসেবের খাতা যে শুন্যই রয়ে গেল।

ছবি সংগ্রহ-নেট থেকে।

৫৩৭জন ৪৫০জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ