জন্মের প্রথম প্রহরেই
আমার বুকের ভিতর জন্ম নিয়েছিলে আরেক তুমি
সেই আমিও তখন কচি ঘাস
সহসাই
আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল এক পূর্ণিমা শশী
অতঃপর
কত দোলনা দুপুর
রেশম হামাগুড়ি
ধুমকেতু স্কুল বেলা
স্বর্গের সুখ বাতি এনে দিয়েছিল
ভাঙা হাতের লেখা প্রথম ভাঙা ভাঙা চিঠি
অতঃপর
মাতাল পদ্মার খামখেয়ালিতে ভেঙে গেল সব,সব
পুতুলের বিয়ে
সজনে পাতার টুনটুনি ঘর
জোসনা ভেজা বউচি রাত
সেই যে গেল, আর ফিরে এলো না
এখনও আমি
এক পায়ে দাঁড়িয়ে থাকা পিতৃ তাল গাছটির নিচে দাঁড়িয়ে
অপলকে দেখি
বেত ফলের ঝোপ
সাপের খোলস
ডাহুকের পদচিহ্ন
সব কিছু আছে অনেকটা আগের মত
শুধু
তুমি নেই
জ্বর বেলায় আমার আগুন কপালে
তোমার কোমল হাতের স্পর্শ নেই
নেই —
নেই—!!
১৮টি মন্তব্য
প্রহেলিকা
হা হা হা প্রিয় কবি আপনাকে অভিনন্দন কবিতাটির জন্য। আমিও প্রায় লিখতে শুরু করে ছিলাম ঠিক এমন কিছু এর আগেই আপনি দিয়ে দিলেন কবি, আমিও বেচে গেলাম লেখার হাত থেকে। আত্মতৃপ্তি যখন পেয়েই গেলাম তখন আর লেখার প্রয়োজন মনে করছি না। ধন্যবাদ কবিতার জন্য শ্রদ্ধেয়।
জসীম উদ্দীন মুহম্মদ
ভাব এক হওয়া দোষের কিছু নয় প্রিয় কবি; আপনার কবিতার অপেক্ষায় রইলাম ——- ।।
শুভেচ্ছা জানবেন সতত ।।
খসড়া
কেউ কপালে হাত না রাখলে খুব কষ্ট হয়।
জসীম উদ্দীন মুহম্মদ
খুব —খুব —– -{@
শিশির কনা
মনে গেথে গেলো এমন কবিতা -{@
জসীম উদ্দীন মুহম্মদ
শুভ কামনা জানবেন । -{@
শুন্য শুন্যালয়
প্রথম দুটো লাইনেই গলে গেছি 🙂
সুপার -{@
জসীম উদ্দীন মুহম্মদ
শুভ কামনা জানবেন কবিবন্ধু । -{@
পুষ্পবতী
কবিতা ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময়।
জসীম উদ্দীন মুহম্মদ
শুভ কামনা জানবেন দিদি । -{@
আগুন রঙের শিমুল
অপলকে দেখি
বেত ফলের ঝোপ
সাপের খোলস
ডাহুকের পদচিহ্ন
(y) (y) (y)
জসীম উদ্দীন মুহম্মদ
শুভ কামনা জানবেন শিমুল । -{@
প্রজন্ম ৭১
ভালো কবিতা।
জসীম উদ্দীন মুহম্মদ
(3 -{@
লীলাবতী
শিশির কনা বলেছেনঃ মনে গেথে গেলো এমন কবিতা -{@
জসীম উদ্দীন মুহম্মদ
শুভ কামনা জানবেন দিদি । -{@ -{@
জিসান শা ইকরাম
সুন্দর
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ । (3 -{@