খুব ভালো বলেছেন কবিতার ছন্দে ছন্দে।বস্তুত কবি নজরুল এই বৈষম্য,শোষন,ক্ষুধা,দারিদ্রের বিংশ শতাব্দীর যে চিত্র অংকন করেছিলেন কবিতায়,সেই অবস্থা এখনো রয়ে গেছে।এটাই দুঃখ!
শুভ কামনা রইল।
অভাবের তীব্র কস্টে স্বপ্ন উড়ে যায়।
সুন্দর কবিতা।
দাদা লেখার সেটিং নরমাল দিয়েন। অন্য সবাই যেমন দেয়। ইটালিক, বোল্ড, সেন্টার করার দরকার নেই। স্বাভাবিক ভাবে লিখুন, তাতে প্যারা গুলো বুঝা যাবে।
শুভ কামনা।
পেটের ক্ষুধা বড় ক্ষুধা। তখন সবকিছুকেই অন্ন মনে করে গোগ্রাসে গিলতে মন চায়। শোষন, বৈষম্য দূর করতে হবে তানা হলে এই হাহাকার থামবে না। ভালো থাকুন সুস্থ থাকুন
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা,
দিদি, শোষন, বৈষম্য দূর করতে হবে তা-ঠিক
তবে মানুষের হৃদয় থেকে বৈষম্যতা হারিয়ে যাচ্ছে,
হিংসা প্রতিহিংসা গ্রাস করছে।
২৩টি মন্তব্য
শান্ত চৌধুরী
মানবতা ফিরে আসুক মানব কূলে, জীবন্ত হউক মানবিক সব ধারা, উৎসবে হউক জীবনের প্রবাহ যাপন।
সতত শুভ কামনা….
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে প্রিয় কবিবর,
হুম, ঠিক বলেছেন মনবতা ফিরে আসুক মানুষের হৃদয়ে এই কামনাই করি।
ভালো থাকবেনা সবসময় শুভ কামনা,
সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
পার্থ সারথি পোদ্দার
খুব ভালো বলেছেন কবিতার ছন্দে ছন্দে।বস্তুত কবি নজরুল এই বৈষম্য,শোষন,ক্ষুধা,দারিদ্রের বিংশ শতাব্দীর যে চিত্র অংকন করেছিলেন কবিতায়,সেই অবস্থা এখনো রয়ে গেছে।এটাই দুঃখ!
শুভ কামনা রইল।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা কৃতজ্ঞত,
দাদা এই বৈষম্যতা কে দূর করবে, আদো কি হবে
এই চিন্তায় নিদ্রা শূন্য পথ।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা ।
পার্থ সারথি পোদ্দার
আমি নিজেও সন্ধিহান এই ব্যাপারে।তবুও আশাবাদী থাকতে চাই,দাদা
সুপায়ন বড়ুয়া
“দেখছে সমাজ খেলছে বিবেক
কাঁদছে ওরা কারা,
ভোরের আলোয় জেগে দেখি
স্বপ্ন দিশেহারা! “
ভাল লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা,
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
বৈষম্য দূর হয়ে মানবতা জাগ্রত হোক।
ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা
মানুষের হৃদয়ে মানবতা জাগ্রত হোক এই কামনা করি।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
অভাবে মানুষের স্বভাবও নষ্ট হয় কিন্তু। ক্ষুধার জ্বালা সহ্য করা দায়!
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
দাদা ক্ষুধার জ্বালা সহ্য করা দায়!
কিন্তু না করে কি উপায়।
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
জিসান শা ইকরাম
অভাবের তীব্র কস্টে স্বপ্ন উড়ে যায়।
সুন্দর কবিতা।
দাদা লেখার সেটিং নরমাল দিয়েন। অন্য সবাই যেমন দেয়। ইটালিক, বোল্ড, সেন্টার করার দরকার নেই। স্বাভাবিক ভাবে লিখুন, তাতে প্যারা গুলো বুঝা যাবে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান , কৃতজ্ঞতা,
ভাইজান অবশ্যই পরের পোষ্টে নরমাল সেটিংসে লেখে দেবো,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
অভাব যখন দরজা দিয়ে ঢোকে
প্রেম তখন জানালা দিয়ে পালায়
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
ঠিক বলেছেন দাদা, যখন অভাব দেখা দেয়,
প্রেম তখন অন্যকাউকে আনন্দ দেয়।
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
পেটের ক্ষুধা বড় ক্ষুধা। তখন সবকিছুকেই অন্ন মনে করে গোগ্রাসে গিলতে মন চায়। শোষন, বৈষম্য দূর করতে হবে তানা হলে এই হাহাকার থামবে না। ভালো থাকুন সুস্থ থাকুন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা,
দিদি, শোষন, বৈষম্য দূর করতে হবে তা-ঠিক
তবে মানুষের হৃদয় থেকে বৈষম্যতা হারিয়ে যাচ্ছে,
হিংসা প্রতিহিংসা গ্রাস করছে।
ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা,
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।
শামীম চৌধুরী
এ-জীবনের নেই সমাপ্তি
শব্দ অভিমান!
দাদাভাই দারুন একটা কথা বলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সমাপ্তি নেই। বরাবরের মতন ভাল লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
দাদা মানব মানুষের কাণ্ড কর্ম দেখা ,
সত্যি শব্দ অভিমান ।
ভালো থাকবেন দাদা শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
অভাবে মানবতা নাই। আর যাদের মানবতা দেখানো দরকার ওরা নিশ্চুপ
সঞ্জয় মালাকার
মন্তব্যে সহমত পোষণ করছি দিদি,
ঠিক বলেছেন, যাদের মানবতা দেখানো দরকার ওরা নিশ্চুপ।
ভালো থাকবেন দিদি শুভ কামনা রইল।