সময় পাল্টাই,মানুষ পাল্টাই,
ব্রম্ভান্ডের গর্ভমুখ থেকেই
ধুত্রা থেকে ধরিত্রী ,
আসলে নাকি সব পাল্টাই!
বাবারা কবে পাল্টাই? মা!
আর কত দিন !
আমার নাভিমূলে কামড় দিয়ে,
পৃথিবী ঘুরবে!
আর কত দিন!
আমার গর্ভমুখে,
দংশন, পেষন!
মা তোমার সতীপর্দা,
জীবনে একবারই ফাঁটে!
সতীপর্দা আমার,
এক রাতে শত বার,
মদযন্ত্রে কাঁটে!
ভীষণ রক্ত বয়,মা!
গঙ্গা থেকে লোহিত সাগর পর্যন্ত!
আমার গর্ভে অসহ্য যন্ত্রনা হয়!মা!
যন্ত্রনার চিৎকার শুনতে কি পাও! মা !
আমার আশ্রম থেকে ভোগবাজার পর্যন্ত!
আজান ও ঘণ্টার শব্দে
আমার চিৎকার ,গোঙ্গানি আওয়াজ
কি শুনতে পাওনা!
মা, উমারা তো বাপের বাড়ি,
না কি স্বর্গে যাবে!
এবার মা,
তোমার নরক বাসে ফিরিয়ে নাও!
আমি আর স্বর্গবাস চাই না!
অন্তত এবার নরকটাই দাও!
@ বাড়ি,
তারিখ-১৮/১০/২০১২
সময়-৪ঃ১৫ বিকেল
৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেক কষ্টের কবিতা পড়লাম ।
Ajharul H Shaikh
ধন্যবাদ!
বনলতা সেন
অনেক কান্না লুকিয়ে আছে কবিতায়। ++
Ajharul H Shaikh
শুভ কামনা রইল নিরন্তন!
জিসান শা ইকরাম
” গঙ্গা থেকে লোহিত সাগর পর্যন্ত!
আমার গর্ভে অসহ্য যন্ত্রনা হয়!মা! ” – অসাধারন
অনেক ভালো লেগেছে কবিতা ।
শুভকামনা কবি ।
Ajharul H Shaikh
অনুপ্রানিত!শুভ কামনা রইল নিরন্তন!
নীলাঞ্জনা নীলা
কবি , খুব সুন্দর লিখেছেন।