বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর এতে কোন সন্দেহ নাই। কিন্তু স্বল্প আয়ের মানুষ কি ঢাকা ছেড়ে পালাবে না কি করবে?
এবার নতুন করে শুরু হল ইলেকট্রিক ও গ্যাসের বিল বাড়ানোর পরিকল্পনা।
তাঁর চেয়েও বড় কথা ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে নতুন কাহিনী। তাহল বিগত অর্থবছর অর্থাৎ
২০১১ হইতে ২০১২
২০১২ হইতে ২০১৩
২০১৩ হইতে ২০১৪
২০১৪ হইতে ২০১৫
এবং
২০১৫ হইতে ২০১৬
এই কবছরে যত টাকা নবায়ন ফি জমা দেওয়া হয়েছ মোট টাকার উপর ১৫% ভ্যাট দেওয়া লাগবে। আমার মোদ্দাকথা, প্রশ্ন হল অতীতের খরচের উপর কেন ভ্যাট দেওয়া লাগবে?
গত ২০১৪ – ২০১৫ তে নবায়ন ছিল ১২৫০/= টাকা তা বাড়িয়ে করা হয়েছে ৫০০০/= টাকা। আর ৩৭৫/= সাইন বোর্ড বাড়িয়ে করা হয়েছে ১৫০০/= টাকা। কি আজব দেশে পরিণত হল বুঝা খুব কষ্টসাধ্য। সবাই বলবেন ব্যবস্যা করতে গেলে বছরে এসব দিতেই হবে। দেওয়ার তো একটা লিমিট আছে ভাই।
ঢাকা শহরে অতি নিম্ন আয়ের যে ব্যাক্তি বা জনসাধারণ আছে তাঁরা কি থাকতে পারবে ? রিকশা ও ভ্যান চালক বা যারা লেবার শ্রেনীর তাঁরা থাকতে পারবে এতে কোন সন্দেহ নাই। কিন্তু যারা ছোট বা অল্প আয়ের চাকরী করে তাঁরা কোথায় যাবে?
সরকার দেশের সরকারী চাকরিজীবীদের বেতন বাড়ায়ে যদি এইভাবে জনগনের উপর এত বড় বোঝা চাপিয়ে দেয় তা অস্বাভাবিক। মধ্যম আয়ের দেশের এই লক্ষন যে দেশের জনগনের উপর এইভাবে অমানবিক খরচ বাড়িয়ে দেওয়া।
দেশের ১৪ লাখ সরকারী চাকরিজিবিদের কথা যদি সরকার চিন্তা করে তবে যারা অনান্য অর্থাৎ বেসরকারী বা ব্যবস্যা করে জীবিকা নির্বাহ করছে তাদের কথাও চিন্তা করা উচিত নয় কি?
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী পড়ে মনে হয় খোদ প্রধানমন্ত্রীও কোন শিক্ষা গ্রহন করে নাই। আর করলে সরকার আমলা নির্ভর হত না। সরকার আমলা নির্ভর বিধায় সরকারী চাকরিজীবীদের বেতন অতিরিক্ত বাড়াল।
শিল্প কলকারখানা, নতুন নতুন আয়ের খাত তৈরী না করে পুরাতন ব্যাক্তির উপর মরার উপর খাড়ার ঘা দেয়ার এই চেষ্টা।
দেশের দুর্নীতি বা চোর বাটপারদের প্রতিরোধে সরকার কোন পদক্ষেপ না নিয়ে অসহায় মানুষের উপর কর, ভ্যাট বাড়িয়ে দিচ্ছে।
এভাবে মানুষকে নিঃশেষ করে বা রাস্তায় বসিয়ে কি দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করে সুখ, শান্তি, মানুসে মানুষে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখা সম্ভব হবে?
সাধারন জনগন কি বন্যার পানিতে ভেসে এদেশে এসেছে?
আমি জানি কেউ কেউ পড়ে আমাকে আওয়ামীলীগ বিরোধী বলবেন। কিন্তু মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে। আমার মত যারা অতি নিম্ন আয়ের লোক তাদের নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে সংসার বা জীবিকা নির্বাহ করতে।
২৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিগত অর্থ বছরে ভ্যাট চাপানো সমর্থন করা গেলো না।
মোঃ মজিবর রহমান
আপনার এইটাই আমার কাছে চাদাবাজ মনে হয়েছে।
মরুভূমির জলদস্যু
আসলেই কিছু কিছু জিনিস বোঝার উপরে শাকের আটির মত হয়ে যাচ্ছে ^:^
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ।
বাচার পথ যেন হারিয়ে ফেলব এভাবে খরচের বঝা বেড়ে গেলে।
ছাইরাছ হেলাল
যে কর দেয়া হয়ে গেছে তার উপর এখন ভ্যাট !! আজব!!
মোঃ মজিবর রহমান
ঠিক আজব ছাড়া আর কি বলব!
হাই আজব দেশ।
ব্লগার সজীব
অতীত বছরের উপরে ভ্যাট?এটি সত্যি হয়ে থাকলে অবশ্যই নিন্দনীয়।
মোঃ মজিবর রহমান
ব্যাবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময় থাকলে করুন যা যান সিটি কর্পোরেশনে জানতে পারবেন, বা ব্যাবসায়ী বন্ধুর লগে সংযোগ করুন।
ভাল থাকুন।
অরণ্য
😀 দুঃখেও হাসি পায়। 😀
লীলাবতী
এটি অন্যায়
মোঃ মজিবর রহমান
(y) -{@
সীমান্ত উন্মাদ
কিছু কিছু অবাঞ্ছিত কাজ ভালো কাজ গুলোকে মলিন করে দেয়।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন।
বেশি বেশি, বেশি খারাপ ।
আজিম ফাইফ ও ফাইভ
সরকারী কর্তাদের বেতন আসলে বাড়বে গড়ে ৬০%, দ্বিগুন নয়। আর যেকোন একটি স্কেলে নতুন যারা, অর্থাৎ গত দু’এক বছর ধরে যারা উক্ত স্কেলে বেতন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধিটা প্রায় ৮০/৯০%। বেসিকের সাথে যে ভাতা, সেটা আপাতত: বৃদ্ধি করা হবেনা।
আপাতত: ভাতা ছাড়া পুরাতনদের প্রায় ৩০% আর নতুনদের প্রায় ৫০% বেতন বৃদ্ধি পাবে প্রস্তাবিতমতে, যার মেয়াদ একবছর। এর পরে তাদের ভাতাও বাড়বে।
ধন্যবাদ জনাব মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাকে ধন্যবাদ।
-{@
মিথুন
কে কি বিরোধী বলছে সেটা ভাববেন না। সত্য সত্যই। মারার টেকনিকটা একটু আলাদা করে নিয়েছে, এই আর কি………
মোঃ মজিবর রহমান
হুম ! সত্য বলেছেন।
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
সব সমস্যা মধ্যবিত্তের । আমাদের কোন কুলেই কেউ নাই
মোঃ মজিবর রহমান
ঠিক সঞ্চয় দা। আমরা ৭০ ের বন্যার পানিতে ভেসে এদশে চলে এসেছি।
স্বপ্ন
সঠিক পরামর্শদাতাদের অভাব আছে দেশে।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ, হতে পারে।
তবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় অনেক বিসয়ে ০ টলারেন্স ঘোষণা করেন কিন্তু দুর্নীতি ও দলীয় নেতাদের দুরনিতির জন্য কোন কথা বলেন না কেন?
শুন্য শুন্যালয়
মাত্র 2011 থেকে শুরু করেছে ভাইয়া? একদম 1971 থেকে শুরু করে পুরা অতীতেই ভ্যাট বসালে পারতো।
মোঃ মজিবর রহমান
যথার্থই বলেছেন দিদি।
(y)
অরণ্য
খুবই দুঃখজনক। ;(
আরো দুঃখজনক যে “মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে”। 🙁
মোঃ মজিবর রহমান
হুম! গনতন্ত্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে এই অবস্থায় হয়।
নীলাঞ্জনা নীলা
কি যে বলি! এ দেশে তো ট্যাক্স দিতে দিতে ;(
মোঃ মজিবর রহমান
খুব মেজাজ খারাপ হল বিগত খরচের উপর কেন ভ্যাট আসবে?