বিষন্ন সন্ধ্যায়; আনমনে একাকী আধারে
ভ্রষ্ট কাকতাড়ুয়া জীবনের হিসাব কষে
কেটে যায় রাতের অর্ধ অংশ,
মেলেনি সিকিভাগ বাকি আছে সিংহ।
তারপর কাটে বাকি অর্ধ রাত
পাখি ডাকা ভোর শিল্পির চোখে স্বর্নালি প্রভাত ,
ঘুম ঘুম দু চোখ , হিসাব দেখে নেওয়ার পালা
ভুল শুধু ভুল প্রেমের অবহেলা।
অতপর:
আলখেল্লা গায়ে বেরিয়ে পড়া; সকালের মিষ্টি রোদ কিংবা কুয়াশার চাদরে
কিছু ছিনতাইকারী ঘুমিয়েছে আর কিছু মদের আড্ডায়।
শীতের সকালে আলখেল্লা জড়িয়ে
চলেছি প্রিয়ার খুনের নেশায়।
বেশ কয়েকটা বছর জ্বালিয়ে মেরেছে,
এ কথা সে কথার কথকথায় ভুলিয়ে রেখেছে;
তারপর হটাৎ এক সন্ধ্যায় গায়ে মেখেছে হলুদ
পালিয়েছে ছলনাময়ী।
শুনেছি আজ আসবে দক্ষিণারঞ্জন এর বাড়ি,
জিজ্ঞেস করবো কোন দিকে আমি ছিলাম আনাড়ি।
উত্তর মিললে হয়তো রক্ষে
নয়তো খুন করেই ফিরবো বাড়ি।
৭টি মন্তব্য
আমি অথবা অন্য কেউ
এটা বেশ ভালোলাগলো। কিন্তু বানানে এখনো ছেলেমানুষি ভুল চোখে লাগছে।
মাহামুদ
বেশ বেশ!
খসড়া
বাপরে দৃঢ় প্রতিজ্ঞ।
আবু জাকারিয়া
পাখি ডাকা ভোর
শিল্পির
চোখে স্বর্নালি প্রভাত”
পুরোটাই ভাল লাগল। তবে এই লাইনটা একটু বেশি।
স্বপ্ন নীলা
শুনেছি আজ আসবে দক্ষিণারঞ্জন এর বাড়ি,
জিজ্ঞেস করবো কোন দিকে আমি ছিলাম আনাড়ি।
উত্তর মিললে হয়তো রক্ষে
নয়তো খুন করেই ফিরবো বাড়ি।’’———–হুমম খুন তো করা যাবে না —হা হা হা । তবে ভাল লেগেছে—- আরো লিখুন কবিতা
মারজানা ফেরদৌস রুবা
বিরহ! কষ্ট! যন্ত্রনা!
অতঃপর…….
খেয়ালী মেয়ে
উত্তর না মিললে খুন করেই বাড়ি ফিরবেন–সাংঘাতিক!!!!