
আমাদের একবার দেখা হওয়া উচিৎ।
খুব বেশী আড়ম্বরতা নয়। স্রেফ সাধারণ।
যেভাবে দেখা হয়ে যায় মাঝেসাঝে জেব্রা ক্রসিং- এ
দাঁড়িয়ে থেকে শৈশবের হ্যালুসিনেশন।।
এককাপ চা খাওয়া যেতে পারে, বয়সের ভারে
কথাগুলো জড়িয়ে গেলেও ক্ষতি নেই।
দেহের বয়স বাড়ে, চোখের!?
চোখ না হয় বুঝে নিবে কথার শরীর অল্পতেই।।
একবার দেখা হওয়াটা জরুরী।
একবার বুক ভরে শ্বাস নিতে হবে।
একবার তোমার হাতে হাত রেখে নির্মম চোখে,
বলে দিতে হবে এটাই শেষ বারি ।
এরপর চিরবিদায় জানাবো নিজেদের
প্রাণহীন যতোদিন বেঁচে আছি।
৮টি মন্তব্য
বন্যা লিপি
একবার— না হয় হলোই শেষবার!! একবার দেখা হওয়াটা সত্যি জরুরী…
ভালো লেগেছে এ আকুতি।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
সৈকত দে
আমাদের একবার দেখা হওয়া উচিৎ।
খুব বেশী আড়ম্বরতা নয়। স্রেফ সাধারণ।
লাইন দুটো অসাধারণ 💐
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
হয়তো হয়ে যাবে দেখা, বসন্তের কোকিল ডাকা কোন এক সন্ধ্যায়। চমৎকার আকুতি। শুভেচ্ছা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
মাছুম হাবিবী
একবার দেখা হোক তবে। খুব দ্রুত দেখা হোক।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।