ছুড়ে ফেলেছি, হয়ত আর না;
উদ্বাস্তু ভিখারির মতো বহুবার
আমি বহুবার সয়ে গেছি অবহেলার দাগ।
বলো নাই; আমি বলেছি-
ক্ষোভের আগুন চাপা রেখে জল ছিটিয়েছি
আতংকিত জলন্ত চিৎকার থামিয়ে দিয়েছি
আমি বহুবার- ভালো রাখার শব্দেই খুঁজেছি
তুমি বলো নাই; আমি বলেছি-
একটি চোখে নোনা গন্ধে আমারও বুক ফাঁটে।
আমিই বলেছি; কেউ বুঝে নিয়েছে-
নারীর ষষ্ঠ ইন্দ্রিয় অনিশ্চিত ঝুঁকি নেয় না
প্রথম সম্বলহীন প্রেম তাঁর কখনও সয় না
স্বর্গলোভে শিকার তুমি-
দ্বিতীয়ত ভালোবাসার জন্যই ছটফট করবে?
বলো নাই; আমি বলেছি-
বঞ্চিত ব্যথারা কারো অপেক্ষায় থামে না
বঞ্চিত পোড়া দাগে স্মৃতি যাবে অন্য ঘরে
অভিশাপ থাকে না, অভিযোগ থাকে না ।
বলো নাই ; আমি ফিরে এসেছি-
উফ্… এমন একটি শব্দই লুকিয়ে রাখে
আমার মতো শত বঞ্চনার পোড়ানো দাগ
আমার মতো শত বঞ্চনার নিরব প্রতিবাদ।
মোট পড়েছেনঃ ৬১৪জন
আজ পড়েছেনঃ ৫২৫জন
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে ভাইয়া। অবহেলা সহ্য করতে করতে একসময় সব পানসে হয়ে যায়। ক্ষোভের আগুন চাপা রেখে জল ছিটানো- খুব ভালো লাগলো। নিরবে এমন করে প্রতিবাদ জানানো হয়। ধন্যবাদ আপনাকে
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ আপু ❤
ফয়জুল মহী
অনন্য , অপূর্ব শব্দ বুনন ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া ❤
প্রদীপ চক্রবর্তী
বেশ!
চমৎকার কাব্যকথন দাদা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা ❤
সুপায়ন বড়ুয়া
একটি শব্দেই লুখিয়ে থাকে অনেক কিছু।
না বলা ব্যঞ্জনা।
ভাল লাগলো। শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা ❤
তরিকুল ইসলাম
ভাব প্রকাশের মাধ্যমগুলো অসাধারন তুলে ধরেছেন।শব্দগুলোও সাজিয়েছেন সু-চারু ভাবে।অনেক সুন্দর হয়েছে।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা ❤
সোনেলায় স্বাগতম আপনাকে।
হালিম নজরুল
সুন্দর লেখা ভাই।