- একটি পতাকার জন্য,
- হাজারো মায়ের কোল খালি হয়েছে,
- হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত।
- লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ,
- লুন্ঠন হয়েছে কত কি।
রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল
লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে।
একটি দেশের জন্য,
একটি জাতির জন্য,
মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল,
শুধু নিজস্ব সংস্কৃতি জন্য,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ।
যার জন্য বাস্তুচ্যুত হতে হয়েছে কত বাঙালিকে,
আর বুভুক্ষা থেকেছে কত দিন।
রচনাকালঃ
০৮/০৪/২০২১
৮১১জন
৭৪৭জন
৬টি মন্তব্য
হালিমা আক্তার
অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা | সুন্দর রচনা |শুভ কামনা |
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
আরজু মুক্তা
পতাকা আকাশে পতপত করে উড়ুক
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন