একজন শঙ্খ ও তার অবন্তির গল্প ~ পর্ব ২

দিলরুবা মুন ৯ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০৪:২০:৩৩অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

 

মাঝে মাঝে হুট-হাট অনেক ব্যস্ত হয়ে যাই আমরা,
প্রিয় মানুষটিকে বোঝানোর প্রয়োজন মনে করি না কতটা ঝামেলায় আছি, ভাবি সে আমায় বুঝে নেবে…
তাই কি সব সময় হয়?
ভালোবাসা কি কোন যুক্তি বোঝে?
সেতো সবসময়ই অবুঝ!

ঘুম থেকে উঠার পর থেকেই আমার শঙ্খকে দেখতে ইচ্ছে করছে…
শঙ্খ তুমি কি করছ?
খুব বেশী কি ক্ষতি হবে একটু সময় অপচয় করলে, একটু আমার মনে করলে???????

১২৬৫জন ১২৬৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ