
এই শহরে চাঁদের আলো জীর্ণ দেখায়
এই শহরে নিয়ন আলো পথ চলায় ।
এই শহরে বাতাস এলেই ধুলি উড়ে
এই শহরে বৃষ্টি এলে দূর্ভোগ বাড়ে ।
এই শহরের কলকব্জায় ধোঁয়া উড়ে
এই শহরের বুকের মাঝে আবেগ পুড়ে ।
এই শহরে ইট পাথরে সবই গড়া
এই শহরে মানবতার দেহ মরা ।
এই শহরে চোখের মাঝে অনেক ছানা
এই শহরে আপন হতে হারায় ঠিকানা ।
এই শহরে তুমি এলে বিরহ বাড়ে
এই শহরে আমি এলে স্বপ্ন ঝরে পড়ে ।
এই শহর আমার হাজার জনমের চেনা
এই শহর আমার ভালবাসার আদলে দেনা ।।
রচনা কাল ঃ ২০/০৩/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোঁয়া কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
হ্যাঁ এই শহর কেড়ে নেয় আবেগ, কেড়ে নেই স্বস্তি সব যন্ত্রমানব।
বেশ বলেছেন কবি।
কামরুল ইসলাম
ধন্যবাদ
হালিমা আক্তার
এতো কিছুর পরও এই শহরটাকে ভালোবাসি। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ