এই তো জীবন

হালিমা আক্তার ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ১১:১৮:০০অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

তুমি আসবে বলে আসো নি

জীবন থেমে থাকে নি

তুমিও চলেছো, আমিও চলেছি।

সময়ের পরিক্রমায়

ভিন্ন পথের ভিন্ন বাঁকে।

বকুলের মালা শুকিয়ে গেছে

হারিয়েছে তার সুবাস,

তাই বলে গোলাপ ফোঁটা

থেমে যায় নি।

জনতার ভিড়ের ফাঁকে

যাত্রাপথের কোন স্টেশনে

হয়তোবা দেখা হয়েছিল,

নিভে যাওয়া তারার রাতে

মোটা ফ্রেমের চশমার ফাঁক গলে।

চিনতে পারোনি, আমিও পারি নি

হয়তো দুজনেই চিনেছিলাম,

চোখের কোণে জমেছিল

একবিন্দু না পাওয়ার বেদনা।

দেখে নি কেউ, জানতে পারে নাই কেউ।

শুধু জেনেছিল দুটি হৃদয়। তারপর!

তারপর জীবন সে তো থেমে থাকে নি।

৩০৮জন ২৮০জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ