- ঊনচল্লিশ বছর পর,
- আজ দেখছি গগনে শরতের শুভ্র মেঘের ভেলা,
- শুধু তুমি আসবে বলে।
- তোমার আগমনের বার্তায়,
- আমি শিউলি আর কাশফুল তুলে এনেছি,
- তুমি আমি একসাথে দেখব বলে।
- ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
- আমি কোনো দিন শরতের শুভ্র মেঘের ভেলা দেখিনি,
- দেখিনি শিউলি আর কাশফুল।
- ঊনচল্লিশ বছর পর,
- আজ হেমন্তের ফসল বাড়িতে এনেছি,
- শুধু তুমি আসবে বলে।
- তোমার আগমনের বার্তায়,
- আমি নবান্নের উৎসবের আয়োজন করেছি,
- তুমি আমি একসাথে উৎসব করব বলে।
- ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
- আমি কোনো দিন নবান্নের উৎসব করেনি,
- খায়নি কোনো নবান্ন।
৬৮১জন
৫৭৭জন
২টি মন্তব্য
আরজু মুক্তা
তাহলে নতুন করে নবান্ন শুরু হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল সতত।