
কেন এতো বিরহের গান গাও কবি,
এসো আজ মিলনের পথে চলি
বিচ্ছেদের বীণায় যদি যায় তার ছিঁড়ে
নতুন সুর আজি নাও তুলে।
দুঃখ কষ্টের গীত, নাহি রচ আর
প্রভাতের আলোয় শিউলি ঝরে পড়ে
নিশি রাতে ছড়ালো সুবাস কার তরে,
ভুলে গিয়ে সব, আবার নতুন করে জাগে ।
কঠিন যে পাহাড়, সেও কাঁদে হায়
সে কান্না কেউ দেখিতে না পায়,
ছল ছল করে পাহাড়ের জল
তারই বুক চিরে দেখ বয়ে যায় নদী।
সযতনে মালি ফোঁটায় কত ফুল
তাঁর ঘরের ফুলদানি শূন্য পরে রয়,
প্রদীপ আলো জ্বেলে ঘর করে আলো
নিজেকে পুড়িয়ে করে জগতের ভালো।
দুঃখ কষ্ট বেদনা, জীবনের আরেক রঙ
তুলির আঁচড়ে সেথায় আনন্দ এঁকে নাও।
ছবি সংগ্রহ-নেট থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
লাল গোলাপের শুভেচ্ছা নিবেন কবি আপা
ভাল থাকবেন—
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
কবির কষ্ট চিরকালের!
’নিজেকেই ভেবে তাই
বাগিচার তুল,
মেলে ধরে ক্ষণে ক্ষণে
সুবাসিত ফুল!’
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
কষ্ট হয়তো সবারই আছে। কবি কষ্ট প্রকাশ করতে পারে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
ফারজানা তৈয়ূব
অসাধারণ
হালিমা আক্তার
ধন্যবাদ।
কামাল উদ্দিন
দুঃখ ছাড়া জীবন হয়না, তবু সেই দুখের মধ্যেই সুখের গান গেয়ে জীবনটাকে খানিক উপভোগ্য করে তুললে মন্দ কি?
……………..শুভ কামনা জানবেন কবি।
হালিমা আক্তার
চমৎকার বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।