উৎসর্গ

হালিমা আক্তার ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ১২:৫১:১৭পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

কেন এতো বিরহের গান গাও কবি,

এসো আজ মিলনের পথে চলি

বিচ্ছেদের বীণায় যদি যায় তার ছিঁড়ে

নতুন সুর আজি নাও তুলে।

দুঃখ কষ্টের গীত, নাহি রচ আর

প্রভাতের আলোয় শিউলি ঝরে পড়ে

নিশি রাতে ছড়ালো সুবাস কার তরে,

ভুলে গিয়ে সব, আবার নতুন করে জাগে ।

কঠিন যে পাহাড়, সেও কাঁদে হায়

সে কান্না কেউ দেখিতে না পায়,

ছল ছল করে পাহাড়ের জল

তারই বুক চিরে দেখ বয়ে যায় নদী।

সযতনে মালি ফোঁটায় কত ফুল

তাঁর ঘরের ফুলদানি শূন্য পরে রয়,

প্রদীপ আলো জ্বেলে ঘর করে আলো

নিজেকে পুড়িয়ে করে জগতের ভালো।

দুঃখ কষ্ট বেদনা, জীবনের আরেক রঙ

তুলির আঁচড়ে সেথায় আনন্দ এঁকে নাও।

ছবি সংগ্রহ-নেট থেকে।

৬৫৮জন ৫৩৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ