
সবকিছু আজ উল্টো পথে চলে।
ঘড়ির কাটা।
আমার জীবন।
রাশি ফল।
এমনকি মাস শেষের মাইনে…
যারা বুঝে আমাকে, যারা চলেছে একসাথে,
অথবা যাদের সাথে দু-কদম হেঁটেছি,
আড্ডা মেরেছি ছোট্ট কোন চায়ের দোকানে।
সবাই আজ উল্টো পথে।কেউ আর এগোয় না।
করমর্দন করে বলেনা কেউ, একদিন সব ঠিক হয়ে যাবে।
তোমার কি হলো!
তুমিও ঠিক নিয়ম ভেঙে নতুন সুরে উল্টো পথে। আগের মতো কেমন জেনো নদীর তীরে..
আঁখির ভিড়ে ঢেউ ভাঙেনা।
আগের মতো তোমার ঐ ঠোঁট অপেক্ষার ঐ প্লাবন শেষে বলে না তো!
কেমন আছো খামখেয়ালি ছেলে?
মানুষগুলো কেমন থাকে ঝড়ের পরে বেঁচে গেলে?
কোনদিনও জানা গেলো না।
অনেক কিছুই উল্টো পথে,উল্টো হাওয়ায় গা ভাসিয়ে কোথায় যেনো মিলিয়ে গেছে।
সবকিছু আজ ডুব দিয়েছে বেলা শেষে শীতের দেশে।
২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আজকাল উলটো চলা শিখা লাগবে ভাই। কে কখন কোন খেলায় মাতি বুঝিনা।
হালিমা আক্তার
উল্টো পথে চলতে গিয়ে, হয় যদি দেখা প্রিয়ার সাথে।
হঠাৎ প্রিয়া বলবে হেসে, কেমন হলো উলটো রথ যাত্রা।