উপলব্ধি

শান্ত চৌধুরী ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৩:২৮:৪২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

অনুভূতি যখন থেঁতো হয়ে যায়, কাব্যরা তখন
পায়চারা করে।

নিখুঁত আলপনায় জড়ো হয় কাশফুলে, উড়ে যায়
বেদনাতুর কোন স্পর্শের আড়ালে।

কাবিনের জমিনে করে জীবনের চাষাবাদ, ফুলের
অনাবিল সুবাস, অজস্র কলরব।

শেষ ট্রেনের যাত্রী অনন্তের পথে, তখনও নির্মলা
সৌজন্য।

দু’একটি কাঠ-ঠোকরা অনুপম কারুকার্যে আপন
নিবাস সাজায়, হুতুম প্যাঁচা অবিচল আঁধারে।

নক্ষত্রের নিপুণ চিত্রে ঊর্মিমালী, বেলাভূমিতে জাপটে
পড়ে সীমাহীন হুংকারে।

থেমে নেই কেহ আজো উচ্ছ্বাস আমোদ সৃষ্টি
প্রণোদনায়।

হেমন্তের ঝরাপাতার মরমর কুহেলিকার সাইরেন,
একটি অনুভূতি যন্ত্রনা অথবা যৌবনের।

৫৭১জন ৪৭৫জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ