
ফাটল ধরা মাছের ঝুড়িতে জেলে
দিন দিন পয়দা করে উন্নয়নের নদী,চাঁদের আলোতে কেবল ভালোবাসা
এসব বুঝে গেলে কৃত্রিম আলোয়
চোরা ভোটের প্রজননে সুস্বাদু ক্ষমতা।উন্নয়ন গবেষণার ল্যাবরেটরিতে
মাস্ক না থাকার নিদারুণ সংকটে
ড্র হয় স্বল্পসময়ে নেতা হবার আবিষ্কার।বহুদিন পর উন্নয়নের খাতা টেনে
হিসাবরক্ষক মাইনাস পাওয়ার চশমায়
আমরাও দেখতে পাচ্ছি তেঁতো শব্দাবলি
দেখুন পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আপনিও
যথাক্রমে–
উন্নত ডাকাতি
গণতন্ত্র লুটপাট
মদ্যপ তেলবাজ
অতঃপর, ল্যাবরেটরিতে ধরা খায়
সনাতন পদ্ধতির পোশাকীয় ফটোকপিতে
কাপড়ের মতো কাপড় পরা উন্নয়নের নেতা।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর করে কিভাবে লেখেন! অবাক হই। ভালো থাকবেন সবসময়
নাজমুল হুদা
আপু আপনিও ভালো থাকবেন সবসময় 💞।
ফয়জুল মহী
সুপাঠ্য লেখা ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
“ফাটল ধরা মাছের ঝুড়িতে জেলে
দিন দিন পয়দা করে উন্নয়নের নদী,”
কাব্যিকতা ভালো, জ্বালাও আশার আলো।
মাছে ভাতে বাঙালী তাকি শুধুই কালো ?
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 💕
আরজু মুক্তা
এই হলো উন্নয়ন। আর নেতা।
কবে যে সুযোগ্য নেতা হবে।
নাজমুল হুদা
আমি মনে করি যেদিন মানসিকতা উন্নত হবে শাসকদের তখন দেশ উন্নত।
এস.জেড বাবু
কেমন যেন গা সওয়া হয়ে গেছে বিষয়গুলি।
প্রতিবাদের কন্ঠ সংখ্যা কম- একজোট নয়।
অভাগা দেশ- অভাগা জাতি
সুন্দর লিখেছেন
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সৈকত দে
চমৎকার উপস্থাপন। অসাধারণ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই 💞
সঞ্জয় মালাকার
ফাটল ধরা মাছের ঝুড়িতে জেলে
দিন দিন পয়দা করে উন্নয়নের নদী,”
অভাগা দেশ- অভাগা জাতি
মরছে তো দিন দিন উন্নয়নের নদী।
শুভ কামনা দাদা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 💕
হালিম নজরুল
চমৎকার সব উপমা
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
জিসান শা ইকরাম
কি আর করা, এটাই এখন নিয়ম হয়ে দাড়িয়েছে।
নাজমুল হুদা
আমরা অসহায় এটাই নিয়ম করে রেখেছে অধিকার কেড়ে নিয়ে।
ধন্যবাদ ভাইয়া। সুস্থ থাকবেন।