ইস্
কি যে তোমার ভুলো মন
অফিস নিয়েই থাকো সারাক্ষন
নেই অবসর বেড়াতে যাবার
বিয়ে বার্ষিকীর হলো যে মরন।
বললেই যখন এখন কেনো
তখন কেনো বললে না,
ভুলো মনের বিয়ে বার্ষিকী পালন
আর বুঝি হলো না।
না বলেই গত রাতে ভাঙ্গলে খাট
বললে পড়ত হয়তো আমার
মাথায় হাত,
দিন যদি যায় যাক না চলে
ভালবাসা দু’হৃদয় জুড়ে থাক।
ভালবাসা ভালবাসা হয়েছে পূরণ
মনের আশা,
চেয়েছি যাকে পেয়েছি তাকে
সুখে দুঃখে এমনি করে
পাশ কেটে যাবো পৃথিবীটারে
পরজন্মেও চাইবো…..
তোমাকে।
থাক্
হয়েছে হয়েছে…মিষ্টি কথা ঢের
রসালো কথার মারপ্যাচে
করেছো যাদু মনটা আমার
বিয়ের আগে বলতে “ওগো
বিয়ের পর!……. “ঐঐঐ।
হা হা হা্
মান অভিমান যদি না থাকে
জীবন কি হয় সুদ্ধ!
রাগ-অনুরাগের মাঝে
প্রেম ভালবাসা হয় যে পরিসুদ্ধ।
আলতু করে দাওয়া না এবার
একটা বড়…ইস্
এইটা আবার কি?
করবে আমায় পাগল নাকি,,..
‘ই কেটে ‘কি দাও
যা দিবে দ্রুত দাও
যাহ্ দুষ্ট
টেলিফোনে ভরবে কি মন?
কত দিন দেখি নি তোমায়
বাহ্
সুন্দর গান তো এখনো শুনো
কেনো নয় বয়স বেড়েছে বলে
মনের বয়সতো আঠারোতেই।
আচ্ছা বাবা
রাখছি এবার,আছে অনেক তাড়া
আছোতো তুমি মহা সুখে
ঘরে এলেই সব তৈরী পাওয়া,
যত ঝামেলা আমরা উপর
কথায় কথায় বলবে আবার
সংসারে কি এমন কাজটা তোমার?
মানছি্
গিন্নী আমার অনেক কাজের কাজী
কাজের চেয়ে কথা বেশী
আড্ডা মারতে ভালবাসি,,,,
এই….ভালো হবে না কিন্তু????
কি করবে,
টেলিফোনের তারে কি গুলি চালাবে?
না,
তবে?
ইস্
দিবো..
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’
খাজুড়ী প্যাচাল শুনার জন্য
ধন্যবাদ
উৎসর্গ:
সবার প্রিয় ব্লগার সজীব ও সীমান্তকে
৯টি মন্তব্য
খসড়া
শুভ বিবাহ বার্ষিকী। ভাল থাকুন সারা জীবন। শুভ কামনা। কবিতা দুটি খুব সুন্দর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিশেষ ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য..ভাল থাকুন আপনারাও -{@
জিসান শা ইকরাম
বিয়ে বার্ষিকী নাকি?
এই দিনে আন্তরিক শুভেচ্ছা -{@ আপনাদের জন্য
আজীবন আনন্দে থাকুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার একটাই সমস্যা তাহলো বিশেষ দিনের কোন তারিখ আমার মনে থাকে না।মনে না থাকারই কথা যেখানে সুখকর বিশেষ দিনের দুঃখকরের পাল্লা ভারি থাকে সে অর্থে মনে রাখাই শ্রেয়।বিয়েটাও হলো রাত দুপুরে সে অনেক কথা।সে দিন হঠাৎ করে বাড়িওয়ালনি বলল তাই এ অনুভুতি প্রকাশ।আপনাদের জন্যও রইল শুভ কামনা। -{@
লীলাবতী
শুভ বিবাহ বার্ষিকী মনির ভাইয়া। হাজার বছর এমনি সুখে থাকুন।
অনিকেত নন্দিনী
বিলম্বিত বিবাহ বার্ষিকী। -{@
ইয়ে মানে ঝগড়া খুব বেশি হয়নিতো?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আবার জিগায় -{@
ব্লগার সজীব
শুভ বিবাহ বার্ষিকী মনির ভাইয়া -{@ চিরসুখী হোন (3
নীলাঞ্জনা নীলা
দেরীতে হলেও শুভ বিয়েবার্ষিকীর অভিনন্দন মনির ভাইয়া। -{@