ছোটন সোনা বায়না ধরে
ইস্কুলে সে যাবে তাই
করোনারই দরুন ভাই
ইস্কুল তো খোলা নাই।
ছোটন সোনা চাঁদের কোণা
শিখবে ভাই লেখাপড়া,
ইচ্ছে তার জানবে সে যে
জানা অজানা পুরো ধরা।
মহামারি ও দরুন দেশে
লকডাউন নেই শেষ,
ছোটন সোনা বলে সতত
ইস্কুলে যে যাবো বেশ।
শিক্ষা থেকে ছিটকে গেছে
ধরার সব ভাই শিশু,
বায়না বড় ছোটন সোনা
ঘোরে সতত মোর পিছু।
কৌতূহল যে ছোটন সোনা
জ্ঞানের পথে সে চলবে,
গুরুর সাথে মুখে মুখেই
পড়া সতত যে বলবে।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
৫+৫/৫+৪
————————————–
বাংলার নারী
জাহাঙ্গীর আলম অপূর্ব
বাংলার নারী পড়ে শাড়ি
নানা রকম সাজে,
জি সিরিয়াল দেখে তারা
মন বসে না কাজে।
অসল সময় করে পারি
সদা করে গল্প,
যদি কেউ ভাই যেতে রে চাই
বসো একটু অল্প।
ভালো কাজে মন বসে না
দারুণ বিমুখ তারা,
পরচর্চা করে নারী
কাটে দিন যে সারা।
ইচ্ছে মতোন ঘুরাঘুরি
জি সিরিয়াল দেখে,
মনের ভিতর অনেক কথা
সবকে বলতে থাকে।
আগের মতোন নারীর মন ভাই
কাজের দিকে ওই নাই,
হেলায় হেলায় সময় কাটে
শুধু শুধু ও ভাই।
রচনাকালঃ
০৪/০৭/২০২১
৪+৪/৪+২
৯টি মন্তব্য
হালিমা আক্তার
আসলেই করোনার বিষাক্ত ছোবলে স্কুল বন্ধ থাকাায় শিক্ষার্থীদের অবস্থা ভালো নয়। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
কাজ বা পরিশ্রম না থাকলে যা হয়। আমি তো মনে হয় ১২ বছর টিভি দেখিনা। আসলে কাজগুলো বিভক্ত হয়ে গেছে। সেজন্য আলসেমি
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা ছোটন সোনাকে নিয়ে। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর আশা আর প্রত্যাশা পূরণ হোক — কৌতূহল যে ছোটন সোনা
জ্ঞানের পথে সে চলবে,
গুরুর সাথে মুখে মুখেই
পড়া সতত যে বলবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।
সুস্থ থাকুন।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতি শুভ কামনা রইল।