
আজ যত সুখ হলো যে দূর
ধর্ষণ করে জ্বালিয়ে দিলো রাস্তার কুকুর
থাকি ঘরের কোণে আঁচলে ঢেকে মুখ,
কি বীভৎস শত ধ্বনির আত্ম চিৎকার
শোনার মতো কেউ নেই জানাই ধিক্কার,
চারিদিকে নষ্টের বসবাস করে তিরস্কার
আমি ধর্ষিতা অপবিত্র করেছি জগৎসংসার।
ধর্ষিতা বোনের কান্নার আহাজারি
তোমার দেহে যদি না খেলে রক্তের হোলি,
কেমন ভাই তুমি কর স্নেহের বাহাদুরি?
শরমে মরি, মসজিদের ইমাম সেজে করে ধর্ষণ
পাড়ার মুসল্লী ইজ্জতের ভয়ে নিশ্চুপ যখন!
ধর্ষিতা পায়না বিচার আজব এ দেশ
পদে পদে ঘুণে ধরা এ সমাজ অসুস্থ বিবেক,
এসো যত ধর্ষিতা নারী কান্না ভুলে হুংকার তুলি
যাদের প্রশ্রয়ে আজ আমি রক্তাক্ত বিবস্ত্র নারী
প্রকাশ্যে রাজপথে তাদের গুলি বর্ষণ করি।
১২টি মন্তব্য
পপি তালুকদার
অসাধারণ। অসংখ্য ধন্যবাদ প্রতিবাদমূলক লেখণির জন্য।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন আপু।
ফয়জুল মহী
অনবদ্য লেখা
শুভকামনা নিরন্তর
ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ হউক আগামীদিনের পথচলা।
সাখাওয়াত হোসেন
অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। আপনিও ভালো থাকবেন।
আরজু মুক্তা
প্রতিবাদ এভাবেই হতে থাক। কেউ মুখে। কেউ কলমের কালিতে।
সাখাওয়াত হোসেন
প্রতিবাদ হোক সর্বত্র… এ ব্যাধি থেকে মুক্তি চাই।
ধন্যবাদ জানাই অবিরাম, ভাল থাকবেন আপু।
শামীনুল হক হীরা
দারুণ।।কোন কথা হবেনা।।শুভকামনা রইল।।
সাখাওয়াত হোসেন
অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। ভাল থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ একটা কবিতা।
শুভকামনা রইল সতত
সাখাওয়াত হোসেন
অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
ধর্ষিতারা এভাবেই বিচারহীনতায় ধুঁকে ধুঁকে মরছে। প্রতিবাদের ভাষা সবাই হারিয়ে ফেলেছে কারণ প্রতিবাদীদের কপালেও তাহলে একই ঘটনা ঘটতে পারে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, তবুও আমাদের প্রতিবাদ করতে হবে । ধন্যবাদ।