- আষাঢ় মাসে বাদল ধারা
- কাঁদায় হাঁটা কষ্ট,
- বাড়ির পাশে রাস্তা সব
- ভেঙে হয়েছে নষ্ট।
- বৃষ্টি পড়ে টিনের চালে
- রিমঝিম রে শব্দ
- শাপলা তুলে তুলে’রে ভাই
- কাটে যাক না অব্দ।
- বর্ষাকালে দেয়ার ডাক
- শুনে শুনেই শক্ত,
- ব্যাঙের গানে ভরা এ প্রাণে
- সতত হই ভক্ত।
- আষাঢ় এলে মেঘের ভেলা
- সতত নামে বৃষ্টি,
- ধরার বুকে হঠাৎ করে
- হলোই অনা’সৃষ্টি।
- বাহির হতে শুধুই মানা
- বৃষ্টি সদা ঝরছে,
- পিছলে খেলা ভালোই লাগে
- ক্ষণে ক্ষণেই পড়ছে।
৭৯৬জন
৭৩৪জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
বর্ষার বর্ণনা ফুটে উঠেছে আপনার ছড়ায়।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক।।।
রোকসানা খন্দকার রুকু
সুখ- দুখ মিলিয়ে বর্ষার বর্ননা। শুভ কামনা সবসময়!!
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।।
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক।।।।
হালিমা আক্তার
সম্পূর্ণ বর্ষার চিত্র ফুটে উঠেছে ছড়ায়। শুভ কামনা। ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল