দুই বন্ধু গল্প করছিলাম। ওর ফোনে রিংটোন বেজে উঠল, রিংটোন টা সবারই পরিচিত। কালেম তৈয়বা, তার সাথে DJ mix করা।।।। মেজাজ খারাপ হয়ে গেল।।।
♥কিরে তোর না নাগীন ডান্স রিংটোন ছিলো!
♦হ্যাঁ আছিলো তো। আরে বোঝস না? রোজা বইলা কথা। বদলাইয়া দিসি….
♥তোকে আগেও বলেছি আমার সাথে এসব বইলা, কইলা, যাইয়া, খাইয়া টাইপ language ইউজ করবিনা। চলিত ভাষা ইউজ না করতে পারলে কথা বলতে আসবি না।। তারপর শোন।। এই যে এই রিংটোন টা ইউজ করছিস। আবার দাবী করছিস ইসলামী রিংটোন! এটা মোটেও ইসলামী না।। মিউজিক হারাম বলে নাগীন ডান্সের বদলে এই রিংটোন রেখেছিস এটাকি মিউজিক না????
বরং আরো বেশি পাপ হচ্ছে। কালিমার সাথে মিউজিক লাগানো কত বড় বেয়াদবি জানিস তো???
♦তাহলে বাদ দিবো??
♥অবশ্যই দিবি।
♦কি লাগাবো? আয়াত লাগাই??
♥মোটেও না।। ওটা আরো পাপ হবে।।।
♦কিভাবে? ওখানে তো মিউজিক নাই।।
♥মিউজিক নেই ঠিক আছে।। কিন্তু ধর সেই আয়াতে বলা হচ্ছে “আল্লাহ্ পারে না এমন কিছু নেই”….
রিংটোন বাজার পর এমন সময় কল রিসিভ করলি যে “আল্লাহ্ পারে না” এমন অবস্থা হয়ে গেলো। তাহলে পাপ হবেনা???
আর কোরআন বা হাদীস তো রিংটোন বানানোর জন্য তৈরি করা হয় নি।।।
♦তাহলে কি রাখব??
♥এমন কিছু যা ডাইরেক্ট মিউজিকও না আবার কোরআন হাদীসেরও না।। গজল রাখা যেতে পারে….
♦তুই কি রেখেছিস??
♥আগের টাই।। আমি ভাই তোদের মত এক মাসের জন্য আর্টিফিশিয়াল ধার্মিক হতে পারব না।। সারামাস রোজাও রাখিস আবার ঈদের দিন মোড়ে দাড়িয়ে তেঁতুল দেখিস আবার তাদের উপর যঘন্য মন্তব্যও করিস। রমজান নিজেকে শুধ্রানোর সময়।। নিজের খারাপ রিপুগুলোকে বাদই দিতে পারলিনা! রমজানের বিরত থাকার শিক্ষায় নিতে পারলিনা তাহলে রোজা করে তোদের লাভ টাই বা কি???????
১১টি মন্তব্য
ব্লগার সজীব
রমজান উপযোগী লেখার জন্য ধন্যবাদ । আমিও এক মাসের জন্য আর্টিফিশিয়াল ধার্মিক হতে পারব না ।
সনেট
আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য 🙂
শিশির কনা
এক মাসের জন্য অফিসিয়াল ধার্মীক হয়ে লাভ কি ?
সনেট
লাভ নেই।।। হলে হওয়ার মত হতে হবে
সনেট
সব সময়ের জন্য হওয়া কষ্টসাধ্য। কিন্তু যতদিনের জন্য হচ্ছে অন্তত ততদিন পিউর তো হওয়া চাই।। লোক দেখানো জিনিস মানেই ভন্ডামী
পুষ্পবতী
ধার্মিক হতে হলে সবসময়ের জন্য হতে হবে। এক মাসের জন্য হওয়া মানে লোক দেখানো।
সনেট
সব সময়ের জন্য হওয়া কষ্টসাধ্য। কিন্তু যতদিনের জন্য হচ্ছে অন্তত ততদিন পিউর তো হওয়া চাই।। লোক দেখানো জিনিস মানেই ভন্ডামী।
শুন্য শুন্যালয়
বেশ ভালো বলেছেন, এমন ধর্মপ্রাণ হবার চেয়ে না হওয়াই ভালো।
সনেট
ফেক ধার্মিক হওয়ার চেয়ে না হওয়াই ভালো 🙂
জিসান শা ইকরাম
সিজনাল ধার্মিক দেখলে মেজাজ খারাপ হয় ।
সনেট
আসলে মফস্বলে নেটের বড়ই আকাল। তাই সঠিক সময়ে উওর দিতে পারিনা বলে দুখিত। আসলেই এমন সিজনাল ধার্মিক মেজাজ খারাপ করে দেয়