আমি বৃক্ষ

ইঞ্জা ২৮ মে ২০১৬, শনিবার, ০৮:১৮:১২অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

ধ্যাত্তেরি কাকটা আর যায়গা পেলোনা আমার গায়েই ইয়ে করতে বলেছে আর করেছে তো করেছে আবার কা কা করে বলল “তোর গায়ে শালা ইয়ে করলাম, এখন বসে বসে তাই দেখ পারলে তোর পাতা দিয়েই মুছে নিস”, কত বড় বেয়াদব দেখেছেন? প্রায় সময় আমার গায়ে বুলবুলি, কোকিল, দোয়েল, টিয়ে, ফিঙ্গে, চড়ুই বাবুই আসে আর কেউ বসে গান গায় আর কেউ পোকা মাকড় ধরে খেয়ে আমাকে বিপদ মুক্ত রাখে আবার কেউ কেউ বাসাও বানায় আমার ঢালে আর যখন ডিম ফুটে সুন্দর সুন্দর বাচ্চা ফুটে টিউ টিউ করে ডাকে তকন আমার মনটা আনন্দিত হয় কিন্তু আমার সব চেয়ে বড় দুশমন ওই মানুষগুলো, তারা এত বদ যে কি বলব, আমার জম্ম এই বনে যেখানে আমার অনেক বন্ধু ছিল, আমরা সবাই গা গেসাগেসি করে থাকতাম, ঢাল দুলিয়ে দুলিয়ে একে অপরকে আদর করতাম, খেলতাম ভালোবাসতাম কিন্তু মানুষ, মানুষ আমার বন্ধুদের কেঁটে কেঁটে নিয়ে যাচ্ছে আর আমি হচ্ছি বন্ধুহারা, তারা আমার বন্ধুদের কেঁটে নিয়ে আসবাবপত্র বানাচ্ছে, কাউকে জ্বালানি হিসাবে জ্বালাচ্ছে, আমাদের কেঁটে মেরে সাফ করে দিচ্ছে কিন্তু তারা জানেনা প্রকারন্তরে তারা নিজেদেরকেই তারা শেষ করে দিচ্ছে কারণ তারা আজ যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে তা আমাদের কারনেই নিতে পারছে কারন তারা যে নিশ্বাস ছাড়ে তা কার্বনডাই অক্সাইড আর তা আমরা খাদ্য হিসাবে গ্রহন করে আমরা অক্সিজেন হিসাবে নির্গগত করছি যা তারা নিয়ে আজ নিশ্বাস নিতে পারছে, যদি আমরাই নাই থাকি তাহলে চিন্তা করে দেখুন মানুষ কি পেতো, মানুষ কি নিশ্বাস নিতে পারতো? আমাজন বনের কথায় ধরুন,  আমাজন বন হোল এই ধরীত্রির ফুসফুস আর এই ফুসফুসকেও ওরা ছাড় দিচ্ছেনা সব বন বাদাড় কেঁটে সাফ করে দিচ্ছে, আরও আছে আরও আছে, যেমন ইন্দোনেশিয়া, মালেশিয়ার বনতো এখন প্রায় উজার, বন কেঁটে সাফ আর বাকি যা আছে তাও আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় কারন সেখানে পামের চাষ হবে যা পরিবেশের জন্যও বিপদজনক। এছাড়া আমাদের এমন কিছু জাতি আছে যাদের পাতা, ঢাল, ফুল আর ফলে আছে ঔষধি গুন, আমাদের কাছ থেকে মানুষরা আজকের এন্টিবায়োটিক পায় যা তাদের জন্য সব রীগ প্রতিরোধে কাজে আসে কিন্তু এতো কিছুর পরও তাদের লোভের কারনে আমরা আজ বিপদগ্রস্ত আর শুধু কি আমরা মানুষরাও আজ আমাদের মত বিপদগ্রস্ত,  আমরা না থাকলে তারা অক্সিজেন পাবেনা, পাবেনা ঔষধ, না থাকবে পাক পাখালি, না থাকবে পোকামাকড়,  তাদের বুঝা উচিত আমাদের ছাড়া তারা অচল, তারা মৃত।

আরে আরে করে কি করে কি, দেখছেন দেখছেন মানুষরুপি হারামীরা এখন আবার এসেছে আর এখন আমার উপর চোখ পড়েছে, আ আ ব্যাথা পাচ্ছি আহ কেঁটে ফেললোরে আমারে, মেরে ফেললোরে, মর মর তোরাও মর আমাদের সাথে সাথে এইটাই তোদের শাস্তি, প্রিয় পাখিরা তোমরা ভালো থেকো।।

১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ