কেউ অনলাইনে নেই!
যেথায় স্নিগ্ধ ভোরে করে
পাখি ডাকাডাকি,
সেই নীল কমল দীঘির ধারে
আমি নিত্য থাকি।
যেথায় আছে অজস্র বৃক্ষের
মনোরম শীতল ছায়া,
সেথায় লেগে আছে আমার
শৈশব কৈশোরের মায়া।
যেথাকার মানুষের অন্তরে আছে
একে অপরের জন্য ভালোবাসা,
সেথায় আমি থাকতে চাই
জীবনের শেষ আশা।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
সুন্দর ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা
সৌবর্ণ বাঁধন
সুন্দর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল