আমি বাঙালি
আমি গর্বিত আমি বাঙালি।
আমি আত্মত্যাগী নবাব সিরাজের বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।
আমি হুংকারে ভরা তিতুমীরের কেল্লার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।
আমি বাহাদূর শাহে ঝুলন্ত বাঙালির বাংলার বাঙালি।
আমি গর্বিত আমি বাঙালি।
আমি আপোসহীন সুভাষ, ক্ষুদিরামের বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।
আমি ৫২ এর রফিক, জাব্বার, সফিকের ভ্রাতা বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।
আমি “প্রধানমন্ত্রীত্ব চাই না” ভাষনদানকারী বীর বাঙালির বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।
আমি বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।
আমি বাকপ্রতিবন্ধি জনসমাজের বাংলার বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।
আমি ফারুকি হত্যার দাবি নিয়ে বৃথা চিৎকারকারি বাঙালি।
আমি লজ্জিত আমি বাঙালি।
আমি তনু নুসরাতের নিষ্ক্রিয় ভ্রাতা বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।
আমি যোগ্যস্থানে অযোগ্যের চরনাবলি,
আমি লজ্জিত আমি বাঙালি।
আমি প্রতিভাবান পথের ভিকারি এক বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।
তথা——-
গর্বিত ও লজ্জিতের মাঝেও,
সজ্জিত হয়ে জোরপূর্বক বলব,
আমি বাঙালি,
আমি গর্বিত, আমি বাঙালি।
৫টি মন্তব্য
পপি তালুকদার
সত্যি বাঙালি হিসাবে আমি গর্বিত।
অনেক অনেক ভালো লাগলো কবিতা টি।
শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
তৌহিদ
সম্মানিত লেখক, সোনেলায় স্বাগতম। অনুগ্রহ করে
আপনার নামটি বাংলায় লিখুন।
একজন বাঙালি হিসেবে গর্বিত হবার আমাদের অনেক কারনই আছে। ব্যর্থতা থাকবেই, সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করতে হবে আমাদের। তবেই সফলতা আসবে।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। বাঙালির পরিচয়ে পরিচিত হওয়া , বাঙ্গালিত্বকে মনে প্রাণে ধারণ করা আমাদের সবার আদর্শ হোক। চমৎকার ভাবনার বিষয় নিয়ে প্রথম পোষ্টের জন্য অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা রইলো। নিয়মিত লিখুন, অন্যদের লেখা পড়ার অনুরোধ রইল।
ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
সুস্বাগতম সোনেলায়।
ইতিহাস সমৃদ্ধ কবিতা ভালো লাগলো।
আপনার লেখার মুর্ছনায় ভরে উঠুক সোনেলার পাতা।
সাখাওয়াত হোসেন
সব লজ্জার মধ্যেও বাঙালি হিসেবে আমি গর্বিত।
ধন্যবাদ ভাইয়া। দারুণ লিখেছেন।