আমি ও তুমি

কামরুল ইসলাম ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১০:০৪:৪২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

তুমি সুন্দরী হওয়ার দরকার কি

আমি তোমাকে ভালবাসি,

এটুকুই কি যথেষ্ঠ  নয় ??

নিখিল বিশ্ব জুড়ে যদি

একটি বুক, তোমার হয়

তাতে কি তুমি সন্তুষ্ট  নয়  ??

নাকি আরো চাই,  হাজার লক্ষ

অযুত নিযুত  কোটি বুকে

আত্মনিমগ্ন অভিলাষ  ?

আমি তো এটুকুতেই পূর্ণ সন্তুষ্ট

যে খানি তোমার আছে

তার উপরই গড়ে তুলবো

আমার স্বপ্নের বসত ভিটা

চরম প্রাপ্তিতে,  পরম অভিলাষে   ।

 

রচনা কাল ঃ ০২/০৯/২০২২

ঢাকা

৪৬১জন ৩৮১জন
0 Shares

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ