আমার দুরন্ত বেলা

কামরুল ইসলাম ২১ আগস্ট ২০২২, রবিবার, ১২:২৫:৪৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

 

অযত্নে অবহেলায় এসেছি রেখে

আমার দুরন্ত বেলা

আঙিনা, মাঠ, ঘাট প্রান্তরে

কাটিয়েছি করে খেলা ~~~~~।

 

সরষে কলাই মটর খেতে সাথিদের সাথে

কত যে গড়া গড়ি

বৈশাখি বাতাসে আম বাগানে

উড়িয়েছি রঙ্গীণ ঘুড়ি  ~~~~~।

 

বর্ষা  এলে বিলের জলে

শাপলে শালুখের স্মৃতি

আজও হণ্য হয়ে খুঁজি আমি

প্রতিনিয়ত যথারীতি ~~~~~।

 

জোছনা রাতে হাছনার সুবাসে

আঙিনা জুড়ে কত লুকোচুরি খেলা

হেলায় এসেছি ফেলে ছলনার ছলে

আমার দুরন্ত বেলা ~~~~~।

 

নদীর তীরে বালু চরে

বেঁধেছি কত খেলা ঘর

আজও খুজে ফিরি ত্রিভুবন ঘুরি

স্মৃতিদের বাসর ~~~~~।

 

সবুজ মাঠ ফসলের হাসি

ধান শালিকের গানে

ভাটিয়ালি সুর মাঝি মাল্লার বিধুর

আমায় বারবার টানে ~~~~~~।

 

সখি তোরা কই আজো পরে রই

চল, ফেলে আসা আসরে

হেসে খেলে কাটাই, ধরি আবার নাটাই

সবে মিলে স্মৃতিদের বাসরে ~~~~।

৪৬৪জন ৪২২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ