
শতশব্দ যেখানে বিমূঢ়;
আমি সেখানে নিস্তব্ধতার বীজ বুনে চলি ক্লান্তিহীন।
সহস্র আওয়াজ চিরে ফেড়ে মৈণাক নিয়েছে সন্যাস।
যেখানেই যাই, জুটেই যায় কিছু বন্ধু স্বজন;
আমার কি আর দোষ! না পারি কটু কথা কইতে!
না পারি অহং বোধ টানিয়ে রাখতে।
তবু কেউ কানের পাশ কেটে বলে যায়….
যতটুকু হেরেছে সে
একটুও নাকি জিততে পারিনি তার থেকে!
আমি নিরস মুখ রেখে দৃঢ়ভাবে বলি- আমি কোথাও হারজিৎ এ খেলতে নামিনি কস্মিন….
কোল পেড়ে ভরে ওঠে শত ঠক আর ঠগবাজির ডুমুরফুল।
নিশ্চিত জমিনে খরবৃষ্টির ফোঁটা ফোঁটা সিক্ত সিঞ্চিত ভেজা অনুভব জরিয়ে নিয়ে হেঁটে চলি আদিগন্ত সাহারা মরূর ক্যাকটাস উদ্যান…
আমার কেতন আমারই হাতে ধরা থাক…….।
ছবি- নিজ
১০টি মন্তব্য
কামাল উদ্দিন
আমি নিরস মুখ রেখে দৃঢ়ভাবে বলি- আমি কোথাও হারজিৎ এ খেলতে নামিনি
…………..এমন নিরহংকারী মানুষরা আছে বলেই পৃথবী টিকে আছে। তবে তারা বিপন্ন প্রাণীর তালিকায় বর্তমান। কয়েকজন পুতিন বা বাইডেনই এই বিপন্নদের জীবন বিপন্ন করার জন্য যথেষ্ট।
বন্যা লিপি
সুন্দর বলেছেন- ‘ কয়েকজন পুতিন বা বাইডেনই এই বিপন্নদের জীবন বিপন্ন করার জন্য যথেষ্ট।’
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনার লিখায় সহমত। নাই অহংকার বোধ, নেই দাম্ভিকতা শুধুই সাদামনে পথ চলা।
বন্যা লিপি
ধন্যবাদ মজিবরদা।
হালিমা আক্তার
কি দরকার মিছে প্রতিযোগিতার। আমি চলবো আমার ই মতো। কেউ যদি ভাবে আমায় প্রতিযোগী, আমি তারে দেই পথ ছাড়ি।খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
আপনাকেও শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জীবনের ছায়াপথ এরকম না হলে চলে না
অনেক শুভ কামনা রইল লিপি আপা
বন্যা লিপি
অনেক শুভ কামনা লিটন ভাই।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
সুন্দর লিখেছেন। আমি আমার মতো করেই থাকি।শুভকামনা
বন্যা লিপি
জি…. ধন্যবাদ।