আমার কুকুরের নাম হাঁস মুরগি

আহমেদ ফাহাদ রাকা ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১১:৫৮:৫০অপরাহ্ন রম্য ১১ মন্তব্য

হ্যাঁ ভাই সত্যিই শুনেছেন আমার কুকুরের নাম হাঁস মুরগি,কেনো এই নাম হলো বলছি

২০১৫ তে কোথা থেকে একটি কুকুর খুব অসুস্থ অবস্থায় এসে আমার বাসার পিছনে একটা পরিত্যাক্ত পানির ট্যাংকির ভিতরে আশ্রয় নিলো,তার পরের দিন কুকুরটি ৭ টা বাচ্চা জন্ম দিলো, আমার দেখে খুবই ভালো লাগলো, ভাবলাম ভালোই হলো বাসায় এতো গুলো কুকুর যদি থাকে তাহলে চোর টোর আর ঢুকতে পারবে না,দিনে দিনে বড় হতে থাকলো আর আমাকে খুব ভালো করেই চিনতে লাগলো,আমি রাস্তায় গেলে সব কয়টা আমার পিছনে পিছনে আসতো, আমি অনেক কিছু দোকান দিয়ে ওদেরকে খাওয়াতাম, এবং বেশ ভালো টাকাই তারা খেয়ে বাকী বাজিয়েছে,তা অনেক টাকা, অংকটা আর নাই বলি, প্রথম প্রথম কুকুর গুলোকে বিদেশি কুকুরের মতো লাগতো, আস্তে আস্তে বড় হতে লাগলো আর সবাইকে ছাল নাই কুত্তার বাঘা নাম সেই টাইপ হতে লাগলো, তারপরও আমার ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের জন্য, কিন্তু খুবই কষ্ট পাইছি যখন তারা আমার সাথে বেইমানি করলো,তারা যখন প্রত্যেকে তাদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড খুঁজে আমাকে কষ্ট দিয়ে নিজেদের সংসারে চলে গেল, একমাত্র মা কুকুরটিই ছিলো আমাদের বাসায়,এতো টাকা পয়সা খরচ করে ওদের কে কুকুরের মতো কুকুর বানালাম এদিকে তালে তালে একজনের নামও রাখা হয়নি,মা কুকুর টি সবসময়ই বাসার সামনের দরজায় বসে থাকতো সরতে বললেও সরতো‌ না,জানতো যে লাথি মারলেও আবার খাবারো আমিই দিবো, বরিশালের মানুষরা বাসায় গরু, ছাগল ঢুকলে বের করতে অনেকেই বলে এই যা হাঁস হাঁস,তো আমি একদিন বাসা থেকে বের হওয়ার সময় কুকুর কে বলতে আছি ওরে সর না হাঁস হাঁস,ও শুনতেই ছিলোনা কিছুতে,পরে বিরক্তি হয়ে জোরে বললাম এই যা হাঁস মুরগি, তখনই সাথে সাথে উঠে গেলো,সেই থেকে এখন ডাক দিলেই চলে আসে, হাঁস মুরগি আয় আয়,তো এইছিলো আমার কুকুরের নাম হাঁস মুরগি হওয়ার কারণ, এইরকম নাম কোনো কুকুরের আছে বলে আমার মনে হয়না।

৭০৭জন ৬১৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ