আমরা করবো জয়

হালিমা আক্তার ১৩ মে ২০২২, শুক্রবার, ০১:২৮:৫০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

একটি ঝড় আসুক

প্রচন্ড ঝড়

প্রলয় নাচন উঠুক সাগরে

ঘোষণা হোক

মহাবিপদ সংকেত।

ফুলে উঠুক সাগরের পানি

প্রতিবাদের জলোচ্ছাস

ভাসিয়ে নিয়ে যাক

অন্যায় অত্যাচার আর

দুর্নীতির রাজ।

জেগে উঠুক নতুন চর

আবার নতুন ফসল হবে

এক এক করে

কচি চারা গজাবে

আবার জেগে উঠবে

সততা মূল্যবোধ

বিবেকের শাখা প্রশাখায়

ফুটবে ফুল।

থাকবে না রাহুর গ্রহণ

আমরা গাইবো

আমরা করবো জয়

আমরা করবো জয়।

৫৭৪জন ৫০২জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ