আবরার

মো: মোয়াজ্জেম হোসেন অপু ৮ অক্টোবর ২০২২, শনিবার, ০১:৩৭:০০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

আবরার

*******

সভ্যতার চুরান্ত শিখরের কুরছি মোবারকে,

প্রাগৈতিহাসিক বর্বর জমানার প্রেতাত্মা।

 

প্রকৌশল সভ্যতার তীর্থস্থান

বুয়েট ক্যাম্পাসের উর্বর মাটিতে,

ফেলে রেখে আবরারের নিথর দেহ,

ঘুরে বেড়ায় মেধাবী কুকুর ছানা,

অসভ্য উল্লাসে মেতে উঠে যান্ত্রিক সভ্যতা,

গুমরে কাঁদেছিলো সেখানে আজ মানবতা।

 

মানুষে মানুষ মারে,

আজরাইল বেকার,

ভগবান নির্বাক, নিশ্চুপ!

মানুষ সৃষ্টির দায়ভার নিয়ে,

লজ্জিত ঈশ্বর আজ,

পদত্যাগ করিতে চায়।

আশরাফুল মকলুকাদের তান্ডবলীলা দেখে,

অসহায় ঈশ্বর আজ,

হয়তো পালাতেও চায়।

 

হে পরোয়ার দিগার—রহম করো—রহম করো।

হে দয়াময় মাউলা—-রক্ষা  কর—-রক্ষা করো।

 

এভাবে যেন আর

একটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে

হত্যা করা না হয়,

একটি মায়ের বুককে

খালি করা না হয়,

এভাবে যেন আর

একটি ফুল

অকালে ঝরে না যায়

একটি মেধার

অপমৃত্যু না হয়।

 

০৭.১০.২০১৯

১৫৮৩জন ১৪৯৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ