
খন্ড দ্বিখণ্ডিত স্বপ্নের সিঁড়ি
দুমড়ে মুচড়ে স্বাদ আহ্লাদ।
মা’গো, শেষমেশ হয়নি কথা বলা
মোনাজাতে তুলিনি দু’হাত।
প্রাপ্তির অপ্রাপ্তি বঞ্চনার প্রতীক
চোখে চোখে কাঁদে হাউমাউ।
বাবা! পরিশ্রমের পরিশোধ জোটেনি
স্বপ্নের নয়নে বাহারি রঙের ঢেউ।
ঝলসে গেলো প্রভাত ফেরী
নিভে গেলো হৃদয়ের সাধ।
প্রিয় মা! বাপটাকে মাফ করে দিও
স্বপ্ন সমীকরণে ব্যর্থ মৃত দেহজাত।
ফসকে গেলো দৃঢ়প্রতিজ্ঞা দৃঢ়প্রত্যয়
মুছে গেলো অপূরনীয় ইচ্ছা।
প্রিয় বাবা! জোর করে উঠেছি কাঁধে
এবার তোমার সেচ্ছাসেবী স্ব-ইচ্ছা।
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
আবরারের চলে যাওয়াকে মেনে নিতে কষ্ট হয়,
কষ্টের প্রকাশ ভালো হয়েছে।
নৃ মাসুদ রানা
আসলেই কষ্ট হয়
সুরাইয়া পারভিন
শুধু দীর্ঘ শ্বাস, শুধু হাহাকার,এই করুণ মৃত্যুতে 😭😭
চমৎকার উপস্থাপন
নৃ মাসুদ রানা
ভালো, আপনাদের মন্তব্যেে।
সাখিয়ারা আক্তার তন্নী
প্রিয় বাবা! জোর করে উঠেছি কাঁধে
এবার তোমার সেচ্ছাসেবী স্ব-ইচ্ছা।
মেনে নেয়ার মতো না,তবু সহ্য করে নিতে হচ্ছে।
নৃ মাসুদ রানা
আসলেই, পৃথিবীতে এমনকিছু সময় আছে যা মেনে নেওয়া সম্ভব নয়।
রেহানা বীথি
হৃদয়বিদারক ঘটনা।
ভালো লিখলেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর, পাশে থাকুন।
ইঞ্জা
আবরারের চলে যাওয়া কেউ কি ভুলবে, ওর মা কি এখনো পথ চেয়ে রয়?
লেখাটি মন ছুঁয়ে গেলো ভাই।
নৃ মাসুদ রানা
পৃথিবীতে প্রত্যেকটি মা’ই তার সন্তানের জন্য পথ চেয়ে থাকে….
ইঞ্জা
সত্যি তাই
তৌহিদ
আবরারের জন্য কষ্ট পেয়েছি, কষ্ট পেয়েছি তার পরিবারের জন্য। এমন অকাল মৃত্যু কিছুতেই কাম্য নয়।
লেখা ভালো লেগেছে।
নৃ মাসুদ রানা
আসলেই মেনে নেওয়া যায় না।
অনন্য অর্ণব
এটাই যেন আমাদের সমসাময়িক বাংলাদেশের চিত্র। আসলেই মারাত্মকভাবে মনক্ষুণ্ণ হয়েছি। কিন্তু বাস্তবতা হলো আমরা নিরুপায়।
নৃ মাসুদ রানা
আমরা নিরুপায়.। আসলেই আমরা….
হালিম নজরুল
সভ্যতার প্রতি কখনো কখনো ভীষণ আক্রোশে তৈরী হয়
নৃ মাসুদ রানা
আক্রোশ, ক্রোধ দুটোই খুব তাড়িয়ে বেড়ায়…